জমির খতিয়ান/পর্চা অনলাইন থেকে মাত্র ১০০টাকায় ডাউনলোড-ভূমি মন্ত্রণালয়

বাংলাদেশ সরকার স্মার্ট ২০৪১ গড়ার লক্ষ্যে সকল কিছুই অনলাইনে নিয়ে এসেছে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের সবচেয়েতে বেশি যে গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয়ে থাকে তা হচ্ছে জমি জমা নিয়ে । জমি জামার সমস্যা গুলোকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আসার জন্য ভূমি মন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে ডিজিটালাইজ করার মাধ্যমে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন । তারই ধারাবাহিকতায় বর্তমানে অনলাইন ই পর্চা সিস্টেম চালু করেছেন । নির্দিষ্ট ফ্রি প্রদান করে অনলাইন থেকে যেকোনো মুহূর্তে যেকোনো সময় অনলাইন ডাউনলোড করা যাবে পর্চা বা খতিয়ান।

পর্চা বা খতিয়ান অনলাইন ডাউনলোড পিডিএফ

জমির খতিয়ান (ই-পর্চা) ডাউনলোড করুন বিনামূল্যে পেতে ভিজিট করুণ। eporcha gov bd

এখানে মূলত আপনাদের জন্য পর্চা বা খতিয়ান অনলাইন ডাউনলোড বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অনলাইন থেকে কিভাবে বিভিন্ন খতিয়ান ডাউনলোড করা যায় । খতিয়ানের ধরন বিভিন্ন ধরনের খতিয়ান আছে যেমনঃ BRS,BS,SA,RS,CS যাহা আমরা প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যখনই কোন জমি সমস্যা হয় বা নতুন জমি কেনার প্রয়োজন হয় তখন ওই বিভিন্ন ধরনের খতিয়ান আমাদের প্রয়োজন হয়ে থাকে।

পর্চা বা খতিয়ান অনলাইন ভিজিট করুণ 

সেই লক্ষ্যে নতুন এই নিয়মে আপনি অনলাইনের মাধ্যমে সহজেই খতিয়ান ১০০ টাকার বিনিময়ে ডাউনলোড করতে পারবেন। যেহেতু এটি একটি অনলাইন খতিয়ান তাই আপনাকে তার জন্য একটি নির্দিষ্ট ফ্রি অনলাইনে প্রদান করতে হবে । অনলাইনে কিভাবে ফি প্রদান করবেন তাও এখানে বিস্তারিত দেওয়া হয়েছে। আসুন আমরা খতিয়ান কিভাবে ডাউনলোড করব তা নিয়ে বিস্তারিত দেখি।

জমির খতিয়ান (ই-পর্চা) বিনামূল্যে দেখতে ক্লিক করুণ 

নতুন নিয়মে খতিয়ান ডাউনলোড ২০২৩

খতিয়ান বা পর্চা আপনি যে নামেই ডাকেন না কেনো মনে রাখতে ২ ধরনের খতিয়ান আছে,

১। সার্ভে খতিয়ানঃ যাহা সার্ভে সময় করা হয়েছে যেমন সিএস,আরএস, এসএ বিএস খতিয়ান। জমি বেচা কেনার সময় এই সকল খতিয়ান এর প্রয়োজন হয়ে থাকে।

২। নামজারী খতিয়ানঃ যখন কোন জমি কিনা হয় বা ওয়ারিশ সুত্রে আপনার নিজের নামে নিতে আগ্রহী হয়ে থাকেন তখন আপনাকে নাম জারি খতিয়ান করতে হয়।

নামজারি খতিয়ান ডাউনলোড করতে ভিজিট করুণ

অনলাইনে জমির পর্চা ডাউনলোড করার নিয়ম 2023

জমির খতিয়ান/পর্চা অনলাইনে ডাউনলোড করতে আপনার নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:

  1. ইপর্চা ওয়েবসাইটে যান: প্রথমে, আপনার ওয়েব ব্রাউজারে যেতে হবে ইপর্চা ওয়েবসাইটে eporcha.gov.bd।
  2. সার্ভে খতিয়ান অনুসন্ধান: এখানে সার্ভে খতিয়ান ক্লিক করুণ। এবার নিচের দেওয়া ঘর থেকে আপনি কোন খতিয়ান ডাউনলোড করতে আগ্রহী তাহার তথ্য দিন।
  3. তথ্য দিনঃ প্রথমে বিভাগ এর নাম দিন এর জেলা, উপজেলা , খতিয়ান এর ধরন, মোজা সর্বশেষ খতিয়ান নং দিন এবং খুঁজুন এবং আপনার কাঙ্ক্ষিত খতিয়ান এর উপর ডাবল ক্লিক করুণ।
  4. এবার খতিয়ান এর আবেদন ফ্রম আসবে এবং এখানে আপনার নাম জন্ম তারিখ, মোবাইল নাম্বার দিয়ে আবেদন করুণ এবং অনলাইন মাধ্যমে ফি প্রদান করে সহজেই খতিয়ান ডাউনলোড করতে পারবেন।

সার্ভে খতিয়ান ডাউনলোড করতে ভিজিট করুণ এখানে

অনলাইন পর্চা কপি ডাউনলোড 

  1. পর্চা ডাউনলোড করুন: আপনি সংক্ষিপ্ত জমির তথ্য দেখার পর, আপনি পর্চা ডাউনলোড করতে পারেন। পর্চা ডাউনলোড করতে আপনাকে সাম্প্রতিক খতিয়ান নম্বর নির্দিষ্ট করতে হবে এবং ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে।
  2. মনে রাখবেন আপনি অনলাইন খতিয়ান পেতে অনলাইন ফি ১০০টাকা বিকাশ, রকেট অথবা অন্য কোন মাধ্যমে প্রদান করলেই কেবল মিলবে এই খতিয়ান।
  3. পর্চা ডাউনলোড করার জন্য আপনাকে সাম্প্রতিক খতিয়ান নম্বর নির্দিষ্ট করতে হবে এবং ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে।
  4.  আপনি অনলাইন বা সার্টিফাইড কপি যাহা সংগ্রহ করেন না কেন আপনাকে অবশ্যই নাগরিক নিবন্ধন করতে হবে নিচে কিভাবে নাগরিক নিবন্ধন করবেন তা দেওয়া আছে।

জমির খতিয়ান/পর্চা অনলাইন Download

নাগরিক নিবন্ধন করবেন যেভাবে

  1. নিবন্ধন করুন: আপনি এই সাইটে নিবন্ধন করে একটি ব্যবস্থাপত্র তৈরি করতে হবে। এটি নিবন্ধন করার জন্য আপনি আপনার প্রশাসনিক জেলা সদর কার্যালয়ে যেতে পারেন অথবা অনলাইনে নিবন্ধন করতে পারেন।

নাগরিক নিবন্ধন করতে ভিজিট করুণ ldtax.gov.bd/citizen/register 

  1. লগইন করুন: আপনি সাইটে নিবন্ধন শেষ করার পর, আপনি আপনার ইপর্চা একাউন্টে লগইন করতে পারেন।
  2. জমির তথ্য দেখুন: লগইন করার পর, আপনি জমির নাম, খতিয়ান নম্বর, ওয়ার্ড নম্বর, এবং অন্যান্য সংক্ষিপ্ত জমির তথ্য দেখতে পারেন।

পর্চা নকল/সার্টিফাইড কপি ডাউনলোড 

আপনি যদি নকল/সার্টিফাইড কপি কপি পেতে চান তা হলে আপনাকে অনলাইনে নিদিষ্ট ফি প্রদান করতে হবে তার পর কেবল আপনি সার্টিফাইড কপি বা হারড কপি হাতে পাবেন

  1. ফি পরিশোধ করুন: পর্চা ডাউনলোড করতে আপনাকে নিদিষ্ট ফি পরিশোধ করতে হবে। আপনি ফি পরিশোধ করে নিদিষ্ট তারিখে যেতে হবে জেলা সদর কার্যালয়ে অথবা আপনি চাইলে ডাক যোগে পেতে পারেন সার্টিফাইড কপি তার জন্য আপনার বর্তমান ঠিকানা প্রদান করতে হবে।

এই পদক্ষেপগুলি অনুসরণ করে, আপনি অনলাইনে জমির খতিয়ান/পর্চা ডাউনলোড করতে পারেন eporcha.gov.bd ওয়েবসাইট থেকে। আপনি সমস্যা বা প্রশ্ন সম্পর্কে আপনার স্থানীয় ব্যবস্থাপক জেলা

E-porcha সার্টিফাইড কপি যেভাবে সংগ্রহ করবেন জেনে নিন

আরো দেখুনঃ 

জমির মালিকানা অনলাইনে সঠিকভাবে যাচাই করুন ২০২৩ ভূমি মন্ত্রণালয়

জমির খতিয়ান (ই-পর্চা) ডাউনলোড করুন বিনামূল্যে। eporcha gov bd

জমি বাটোয়ারা বা বন্টননামা দলিল কম খরছে কীভাবে করবেন জেনে নিন।

[জন্ম সনদ] অনলাইন নিবন্ধন, সংশোধন, ভেরিফাই ও ডাউনলোডের নতুন নিয়ম ২০২৩ঃ bdris.gov.bd

ভূমি নতুন ডিজিটাল সার্ভে (BDS) ২০২৩ জরিপকালে জমির মালিকের যা যা লাগবে

ই-নামজারি আবেদন যাচাই করুন অনলাইনে-ভূমি মন্ত্রণালয় land gov bd