স্মার্ট ভূমিসেবায় আপনাকে স্বাগতম আপনি এখন থেকে ভূমি সক্ত্রান্ত সকল কাজ কর্ম অনলাইনে করতে পারবেন। কোন জরুরী প্রয়োজন ছাডা আপনি ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। ভূমি মন্ত্রণালয় এর নতুন স্মার্ট ভূমি সেবা থেকে ই-নামজারি , ভূমি উন্নয়ন কর , স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ , স্মার্ট ভূমি নকশা , খতিয়ান/ পর্চা সহ সকল কিছু অনলাইন থেকে দেখতে পারবেন। তার জন্য আপনাকে কয়েকটি পব্ধতি অনুসরণ করতে হবে।
কোন ধরনের হয়রানি ছাডাই অনলাইনের মাধ্যমে সকল ভূমি সেবা প্রদানের লক্ষে নতুন ভূমি আইন করেছে ভূমি মন্ত্রনালয়। আপনি সহজেই ভূমি সেবা নিতে পারবেন নতুন এই স্মাট ভূমি সেবা মাধ্যমে সকল ধরনের ভূমি সেবা পাবেন। আসুন অনলাইন থেকে কিভাবে খতিয়ান বা পর্চা অনুসন্ধান করবেন তা নিয়ে এখানে বিস্তারি আলোচনা করা হয়েছে।
আরো দেখুনঃ ভূমি মন্ত্রণালয় অনলাইনে জমির দাগ ও খতিয়ান নং চেক
ভূমি মন্ত্রণালয় অনলাইনে জমির দাগ ও খতিয়ান নং চেক
বাংলাদেশে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং অনলাইন পোর্টালে জমির দাগ ও খতিয়ান নম্বর চেক করে মালিকানা বের করতে আপনার নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:
- ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://www.land.gov.bd/ অথবা https://www.eporcha.gov.bd/ (ভূমি ও দাগ প্রকল্পের জন্য সবচেয়ে সাধারণ সূত্র)
- ওয়েবসাইটে নেভিগেট করে “খতিয়ান ও দাগ জানুন” বা সম্মিলিত এমন কোনও সেকশন খুঁজে বের করুন।
- সেকশনে যাওয়ার পর, আপনার জমির দাগ নম্বর এবং খতিয়ান মোজা নম্বর দিয়ে সার্চ করলেই মিলে যাবে যাবে।
দাগ ও খতিয়ান নং চেক করতে ভিজিট করুণ
অনলাইনে খতিয়ান গ্রহণের পদ্ধতি
ভূমি সেবা ভিজিট করুণঃ
যেকোনো ব্রাউজারের থেকে https://www.eporcha.gov.bd/ ওয়েবসাইট এর ঠিকানাটি লিখুন এবং আপনি খতিয়ান অনুসন্ধান জন্য এখানে বিস্তারিত দেখতে পাবেন।
খতিয়ান বা পর্চা অনুসন্ধান
তারপর, পোর্টালে প্রয়োজনীয় পরিষেবাগুলি পেতে “সার্ভে খতিয়ান অনুসন্ধান/নামজারি খতিয়ান/মৌজা মানচিত্র” মেনুতে ক্লিক করুন এবং নীচের পছন্দসই সার্ভে খতিয়ান অনুসন্ধান প্রয়োজনীয় বিবরণ দিন (বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা)। সার্ভে খতিয়ান অনুসন্ধান ক্ষেত্রে, আপনি যদি খতিয়ানে ডাবল ক্লিক করেন।
আপনার কাছে খতিয়ানের সর্বশেষ চিহ্ন এবং বিশদ বিবরণ দেখতে এবং আবেদন করার অপসান আসবে। নামজারি খতিয়ানের ক্ষেত্রে উক্ত খতিয়ানের সাথে আগত খতিয়ানের লিঙ্ক দেখা যাবে। খতিয়ান আবেদনের জন্য “খতিয়ান আবেদনপত্র” পূরণ করুন এবং সরকার নির্ধারিত আবেদন ফি প্রদান করুন (অনলাইন/প্রত্যয়িত কপি)।
অনুরোধকৃত আবেদন
খতিয়ান অনুসন্ধান করে না পাওয়া গেলে, খতিয়ান নম্বর দিয়ে অনুসন্ধান করে আবেদন করুন।
খতিয়ান সার্টিফাইড কপি জন্য আবেদন
সার্টিফাইড কপি ডেলিভারির জন্য “অফিস কাউনটার/ডাকযোগ” নির্ধারণ করে দিতে হবে। দেশের অভ্যন্তরে ও বাইরে খতিয়ান ডেলিভারি নেওয়া যাবে। ১০ কার্যদিবসের মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে। যাবে খতিয়ান এর সার্টিফাইড কপি। খতিয়ান আবেদন ফর্মে যে ঠিকানা দেওয়া হবে খতিয়ান/মৌজা ম্যাপ সেই ঠিকানায় ডেলিভারি হবে।
খতিয়ান সার্টিফাইড আবেদন জন্য ভিজিট করুণ
ফি পরিশোধ
সব কিছু ঠিক থাকলে খাতিয়ান আবেদনটি প্রিন্ট করে রাখতে পারেন। এপর্যায়ে, সরকার নির্ধারিত ফি অনলাইন কপি জন্য ১০০টাকা এবং ডাক বিভাগে পেতে গেলে আরো ৭০টাকা মত পরিষদ করতে হবে। অনলাইন বিকাশ, রকেট, নগদ অথবা যে কোন ব্যাংক কাড এর মাধ্যমে ফি পরিশোধ করার পর উক্ত খতিয়ান আবেদনের নম্বরটি ও সম্ভাব্য ডেলিভারি তারিখ আবেদনে প্রদত্ত মোবাইলে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে।
আবেদনপত্রের অবস্থা ট্র্যাকিং
আবেদন জমা দেওয়ার পর, আবেদনকারী ডিজিটাল ল্যান্ড রেকর্ড পোর্টালের “অ্যাপ্লিকেশন স্ট্যাটাস” বোতামে ক্লিক করে যেকোনো পর্যায়ে আবেদনের সর্বশেষ অবস্থা পরীক্ষা করতে পারেন।