ঈদুল ফিতর ২০২৪ নামাজের সঠিক নিয়ম, খুতবা ও মোনাজাত বাংলা অর্থ সহ। Eid Salah Dua, Munajat

ঈদুল ফিতর পালিত হচ্ছে ২২ এপ্রিল ২০২৩ তারিখে, তবে এই তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে থাকে। আলহামদুলিল্লা প্রবিত্র রমজান মাস শেষ হয়েছে। রমজান শেষে যখন চাঁদ উঠে পরের দিন আমরা সকালে ২ রাকাত ঈদের নামাজ আদায় করে থাকি।

ঈদুল ফিতর নামাজ পডার নিয়ম জেনে নিন

ঈদুল ফিতর একটি বড় ইসলামী উৎসব যা মুসলিমদের প্রতি বছর উপলক্ষে পালিত হয়। এই উৎসবের সাথে নিজেদের নিকটস্থ লোকদের সম্পর্ক উন্নয়ন করতে এবং সুখী হতে বলে বিশ্বাস করা হয়। এই উৎসবে ঈদ নামাজ একটি গুরুত্বপূর্ণ অংশ। নীচে দেওয়া হল ঈদ নামাজ পদ্ধতি, খুতবা এবং মোনাজাতের সঠিক নিয়মগুলি।

ঈদুল ফিতর নামাজ নিয়ত ও নিয়ম দেখুন এখানে

ঈদুল ফিতর নামাজে প্রস্তুতি

ঈদুল ফিতর নামাজের পূর্বে একটি প্রস্তুতি নেওয়া উচিত যা নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে সম্পন্ন করতে পারেন।

  1. নামাজের পূর্বে সমস্ত শরীরের পরিষ্কার করতে হবে। এছাড়াও গোসল করে পরিষ্কার সম্পূর্ণ করুণ ।
  2. নামাজের আগে সাদা বস্ত্র পরিধান করতে হবে।
  3. ঈদ নামাজ সম্পন্ন হওয়া পর্যন্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়ে থাকে।
  4. নামাজের জন্য আগে গরম পানীয় খেতে পারেন।
  5. নামাজ শুরু হওয়ার পূর্বে ইসলামী তাকবীর পড়া উচিত হবে এবং আগে থেকেই ময়দানে চলে যাওয়া উচিৎ
  6. নামাজে অংশগ্রহণের জন্য নামাজের জায়েগা পরিষ্কার করে নেওয়া উচিৎ
  7. এর পর নামাজ পডবেন এবং
  8. নামাজ শেষ হওয়ার পরে ইমাম খুতবা দেওয়ার জন্য স্টেজে উঠবেন এবং সবাই মনোযোগ দিয়ে শুনা উচিৎ।

ঈদ নামাজ পদ্ধতি:

  1.  ঈদ নামাজ দুটি রাকাত হয়।
  2. ঈদের নামাজে অতিরিক্ত ছয় কিংবা বারো তাক্ববির রয়েছে। তবে বাংলাদেশ , ভারত, পাকিস্থান ৬ তাকবির নামাজ পডা হয়ে থাকে। ছয় তাকবিরের ক্ষেত্রে
  3. প্রথম রাকাতে একটি তাকবীর তাহরিমা পড়া হয়। তাকবীর তাহরিমা পর কানের লতি পর্যন্ত হাত তুলে পর পর তিন তাক্ববির বলতে হয়। ৩য় তাকবির হাত বেধে এর পর ইমাম পাঠ করবেন সূরা আল-ফাতিহা এবং একটি অধিক সূরা অথবা অংশ। পডে তারপর রুকু সম্পূর্ণ করতে হবে।
  4. দ্বিতীয় রাক্বাতে সূরা আল-ফাতিহা এবং একটি অধিক সূরা অথবা অংশ পডে তারপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাক্ববির বলতে হয়। অতিরিক্ত তাক্ববির বলার পর কানের লতি থেকে হাত নামিয়ে আনতে হয়। এই ভাবেই ৬ তাকবির নামাজ শেষ করতে হয়।

ঈদুল ফিতর নামাজ এর নিয়ত

ঈদ নামাজ দুটি রাকাত নামাজের নিয়তঃ

 نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

“নাওয়াইতু আন উসাল্লি ইয়া লিল্লাহি তায়ালা রাকাআতাই সালাতি ঈদুল ফিতর মাআ সিত্তাতে তাকবীরতি ওয়াজিবুল্লাহে তায়ালা ইকতাদাইতু বি-হাজাল ইমাম মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরিফাতে আল্লাহু আকবার।”

ঈদ নামাজ দুটি রাকাত নামাজের নিয়ত বাংলা অর্থ

-আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি- ‘আল্লাহু আকবার’।

ঈদ নামাজ তাকবিরে তাহরিমা

তাকবিরে তাহরিমার ছানা পড়া- ‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।’

নামাজের সালাম ফেরানোর পর তাকবির পড়া-

اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر اَللهُ اَكْبَروَلِلهِ الْحَمْد

উচ্চারণ : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।’

ঈদুল ফিতরের নামাজের মোনাজাত কিভাবে করতে হয়

মোনাজাতঃ আল্লাহ আমি আপনার কাছে আসি। আমি আপনার দয়া এবং করুণার দরজায় এসেছি। আমি আপনার জন্য কষ্ট ও দুঃখের সময়ে আপনার দরবারে আসি। আমি জানি যে আমি সমস্ত গুনাহ করেছি, কিন্তু আপনি আমার প্রতি সদয় হওয়া সাক্ষাত করেছেন। আমি আপনার দয়া এবং করুণার কাছে আমার প্রার্থনা রয়েছে যে আপনি আমার পাপ মাফ করবেন এবং আমাকে সদয় করে দেবেন।

আরো দেখুনঃ

  • ঈদুল ফিতর নামাজ পড়ার সঠিক নিয়ম দেখুন
  • ঈদুল ফিতর নামাজের খুদবা পডার নিয়ম
  • ঈদুল ফিতর নামাজের মোনাজাত যে দুয়া করতে হয় জেনে নিন
  • Eid er namaz porar niom