ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সকল ইউনিটের প্রথম পর্বের বিষয় মনোনয়ন ১২ জুলাই ২০২৩ বিকালে প্রকাশিত হবে। ৫০০/- (পাঁচশত টাকা) ভর্তি ফি অগ্রিম হিসাবে যদি বিষয়ের শিক্ষার্থীরা বিষয় মনোনয়ন প্রকাশের পরে মনোনীত বিষয়ে ভর্তি হতে আগ্রহী হয় (যেমন স্বয়ংক্রিয় স্থানান্তর বন্ধ করতে) অথবা ১০০/- তারা যদি পরিবর্তন করতে আগ্রহী হয় পরবর্তী পর্যায়ে বিষয় (যদি মাইগ্রেশন সম্ভব হয়) (অর্থাৎ স্বয়ংক্রিয়-মাইগ্রেশন চালু রাখা)। (একশত টাকা) অগ্রিম জমা দিতে হবে এবং নির্ধারিত দিনে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
DU Admission Subject Choice Result
সাক্ষাৎকারের সময় H.S.C./সমমান এবং S.S.C./সমমান পরীক্ষার গ্রেড শীট/মার্কশিট জমা দিতে হবে। যদি ভর্তি ফি (১০০/- বা ৫০০/-) অনলাইনে জমা না দেওয়া হয় এবং ইন্টারভিউতে মূল গ্রেড শীট জমা না দেওয়া হয়, তাহলে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী নয় বলে বিবেচিত হবে এবং তার মনোনয়ন বাতিল করা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সময় যেসকল কাগজ পত্র লাগবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল ইউনিটের সমন্বিত প্রথম ধাপের বিষয় মনোনয়ন আগামী ১২ জুলাই ২০২৩ তারিখ বিকেলে প্রকাশ করা হবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সাবজেক্ট চয়েজ এর রেজাল্ট প্রকাশিত হবে ১২ জুলাই। সেহেতু আপনাকে আগে থেকে প্রস্তুতি রাখতে হবে তার জন্য যে সকল কাগজ পত্র সাথে রাখতে হবে তা নিচে উল্লেখ্য করা হয়েছে।
১। ভর্তি পরীক্ষার মূল প্রবেশ পত্র।
২। এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেড শীট সহ ১০টি ফটোকপি।
৩। ইন্টারনেট থেকে ডাউনলোড করা আবেদন পত্র । SIF শিক্ষাথীর সাক্ষর এবং বিষয় পচন্দক্রম শিক্ষাথী সাক্ষর সহ কপি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয় চয়েস রেজাল্ট যেভাবে দেখবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয় চয়েস রেজাল্ট দেখার জন্য আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে:
১. প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে admission.eis.du.ac.bd যান। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে থাকে ভর্তি চয়েস রেজাল্ট।
২. ওয়েবসাইটের মেনু বার থেকে “ভর্তি বিষয়ক” বা “ভর্তি ও যোগাযোগ” সেকশনে যান।
৩. ভর্তি বিষয়ক বা ভর্তি ও যোগাযোগ সেকশনের মধ্যে আপনি ভর্তি চয়েস রেজাল্ট নিয়ে জানতে পারেন। এই সেকশনে ভর্তি রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে নির্দিষ্ট ভর্তি পরীক্ষার পর।
৪. ভর্তি চয়েস রেজাল্ট পেতে আপনাকে অংশগ্রহণকারী পরীক্ষার বর্ণনায় আপনার আবেদন নম্বর বা অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি প্রবেশ করাতে হবে। এছাড়াও আপনার জন্য কিছু সিকিউরিটি প্রশ্ন থাকতে পারে যার উত্তর দিতে হবে।
৫. আপনার সঠিক তথ্য প্রবেশ করানোর পর, আপনি ভর্তি চয়েস রেজাল্ট দেখতে পারবেন। রেজাল্টে আপনার নাম, রোল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয় চয়েস রেজাল্ট
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১০ জুলাই, 2023 তারিখে অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের বিজ্ঞপ্তি দেখুন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সাবজেক্ট চয়েস রেজাল্ট পিডিএফ
বিজ্ঞান ইউনিটে বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১১ জুলাই (মুক্তিযোদ্ধা কোটা) ও ১২ জুলাই (অন্নন্য কোটা)। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটে সংশ্লিষ্ট ইউনিটের বিজ্ঞপ্তি দেখুন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সাবজেক্ট চয়েস রেজাল্ট পিডিএফ
ব্যবসায় শিক্ষা ইউনিটে বিভিন্ন কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১৩ জুলাই, 2023 তারিখে অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটে সংশ্লিষ্ট ব্যবসায় শিক্ষা ইউনিটের বিজ্ঞপ্তি দেখুন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে সাবজেক্ট চয়েস রেজাল্ট পিডিএফ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সময়সূচী ২০২৩
ইউনিট | বিষয় | তারিখ ও সময় | বিষয় চয়েজ রেজাল্ট |
---|---|---|---|
বিজ্ঞান ইউনিট | আবেদন ও ফী প্রদান | 27 February 2023 04:00 PM to 20 March 2023 11:59 PM |
রেজাল্ট পিডিএফ |
পরীক্ষার সময় | 12 May 2023 11:00 AM to 12 May 2023 12:30 PM |
রেজাল্ট পিডিএফ | |
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট | আবেদন ও ফী প্রদান | 27 February 2023 04:00 PM to 20 March 2023 11:59 PM |
রেজাল্ট পিডিএফ |
পরীক্ষার সময় | 6 May 2023 11:00 AM to 6 May 2023 12:30 PM |
রেজাল্ট পিডিএফ | |
ব্যবসায় শিক্ষা ইউনিট | আবেদন ও ফী প্রদান | 27 February 2023 04:00 PM to 20 March 2023 11:59 PM |
রেজাল্ট পিডিএফ |
পরীক্ষার সময় | 13 May 2023 11:00 AM to 13 May 2023 12:30 PM |
রেজাল্ট পিডিএফ | |
চারুকলা ইউনিট | আবেদন ও ফী প্রদান | 27 February 2023 04:00 PM to 20 March 2023 11:59 PM |
রেজাল্ট পিডিএফ |
পরীক্ষার সময় | 29 April 2023 11:00 AM to 29 April 2023 12:30 PM |
রেজাল্ট পিডিএফ | |
আইবিএ ইউনিট | আবেদন ও ফী প্রদান | 31 March 2023 04:00 PM to 18 April 2023 11:00 PM |
রেজাল্ট পিডিএফ |
পরীক্ষার সময় | 5 May 2023 03:30 PM to 5 May 2023 05:30 PM |
রেজাল্ট পিডিএফ |