ঢাকা বিশ্ববিদ্যালয় সবচাইতে বেশি আসন সংখ্যা আছে ক ইউনিটে ইউনিটে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার সকল ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে । আজ ১২ মে ২০২৩ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। MCQ আকারে ৬০ নম্বর এবং লিখিত আকারে ৪০ নম্বর সর্ব মোট ১০০ নম্বরের পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের কে অভিনন্দন জানাচ্ছি।
ঢাবি (A Unit) বিজ্ঞান শাখা ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান আপনারা এখান থেকে দেখুন। আশা করি এই প্রশ্নের সমাধান দেখে আপনি বুঝতে পারবেন আপনি পরীক্ষায় কত মার্ক পেয়ে উত্তীর্ণ হতে পারেন । যেহেতু প্রতিটি বিষয়ের উপরে আপনাকে পাশ করতে হবে তাই , বাংলা , ইংরেজি , গণিত , রসায়ন, পদার্থ বিজ্ঞান, আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে । তাই আপনারা এখানে প্রশ্নের সমাধান গুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি কত মার্ক পেয়ে উত্তীর্ণ হচ্ছেন আসুন আমরা প্রশ্নের সমাধান দেখি ।
ক ইউনিটের প্রশ্ন সমাধান ঢাকা বিশ্ববিদ্যালয় পিডিএফ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের A UNIT এ সিট ১৮৫২ এর বিপরিতে যেহেতু লক্ষাধীক পরিক্ষাথী অংশ গ্রহন করেছেন এই পরীক্ষায় তাই প্রতিযোগিতা মুলক এই পরীক্ষার প্রশের সঠিক উত্তর আপনার আএখান থেকে দেখতে পারবেন।
ঢাবি A ইউনিট পদাথ অংশে প্রশ্ন সমাধান ২০২৩
ঢাবি A ইউনিট ইংরেজি অংশে প্রশ্ন সমাধান ২০২৩
ঢাবি A ইউনিট বাংলা ও জীব বিজ্ঞান অংশে প্রশ্ন সমাধান ২০২৩
ঢাবি A ইউনিট গণিত অংশে প্রশ্ন সমাধান ২০২৩
ঢাবি A ইউনিট মানবন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষা MCQ এবং লিখিত আকারে নেওয়া হয়ে থাকে। উভয় পদ্ধতিতে মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে এই পরীক্ষা এবং মোট ১ ঘণ্টা ৩০ মিনিট ।পরিক্ষা শুরু ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা মিনিটে শেষ। ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০ তারমধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে। বিষয় ভিত্তিক প্রতিটি পরীক্ষার প্রশ্ন উত্তর দিতে হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত মানবণ্টন নিম্নরূপ:
ইউনিট নাম | এমসিকিউ (MCQ) পরীক্ষা | লিখিত পরীক্ষা | ||||
মোট নম্বর | সময় | পাস নম্বর | মোট নম্বর | সময় | পাস নম্বর | |
ক ইউনিট | ৬০ | ৪৫ মিনিট | ২৪ | ৪০ | ৪৫ মিনিট | ১২ |
ঢাবি ক ইউনিট: বিষয়ভিত্তিক লিখিত ও বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার মান বন্টন
আজকের ভর্তি পরীক্ষায়, MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে এবং বিষয়ভিত্তিক মোট নম্বরের সাথে সমন্বয় করা হবে। 4টি বিষয়ের প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে একজন প্রার্থী যেকোনো বিভাগ/ইন্সটিটিউটে ভর্তি হতে পারেন। তবে যে বিষয়ে আপনি ভর্তি হতে আগ্রহী সেই বিষয়ের প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তবে বাংলা ও ইংরেজি বিষয়ে উপস্থিত থাকতে হবে।
DU ক ইউনিটের ভর্তি পরীক্ষা প্রশ্ন সমাধান
বিষয়ের নাম | এমসিকিউ | লিখিত |
পদার্থ বিজ্ঞান (আবশ্যিক) | ১৫ | ১০ |
রসায়ন (আবশ্যিক) | ১৫ | ১০ |
গণিত | ১৫ | ১০ |
জীববিজ্ঞান | ১৫ | ১০ |
বাংলা | ১৫ | ১০ |
ইংরেজি | ১৫ | ১০ |
মোট | ১০০ |
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ও আসন সংখ্যা
এই বছর ২০২২-২০২৩ সালের ভর্তি পরীক্ষা বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন আবেদন করেছেন। এ হিসেবে প্রতি আসনের জন্য পরীক্ষার্থী প্রায় ৬৯ জন (৬৮.৬৫)। আসুন এখান থেকে আসন সংখ্যা ও বিষয় ভিত্তিক আসন দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে A ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান
অনুষদ/ইনস্টিটিউট | ভর্তির বিভাগ/বিষয় | আসন সংখ্যা |
বিজ্ঞান অনুষদ | পদার্থ বিজ্ঞান | ১০০ |
গণিত
|
১৩০ | |
রসায়ন | ৯০ | |
পরিসংখ্যান
|
৯০ | |
ফলিত গণিত | ৬০ | |
জীববিজ্ঞান অনুষদ | মৃত্তিকা, পানি ও পরিবেশ | ১০০ |
উদ্ভিদবিজ্ঞান | ৭০ | |
প্রাণিবিদ্যা | ৮০ | |
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান | ৬০ | |
মনোবিজ্ঞান
|
৮০ | |
অনুজীব বিজ্ঞান | ৪০ | |
মৎস্যবিজ্ঞান | ৪০ | |
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি | ২৫ | |
ফার্মেসী অনুষদ | ফার্মেসী | ৭৫ |
আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদ |
ভূগোল ও পরিবেশ
|
৮০ |
ভূতত্ত্ব | ৫০ | |
সমুদ্রবিজ্ঞান | ৪০ | |
ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স | ৪০ | |
আবহাওয়া বিজ্ঞান | ২৫ | |
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ | ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং | ৭০ |
ফলিত রসায়ন ও কেমিকৌশল | ৬০ | |
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল | ৬০ | |
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং | ৩০ | |
রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং | ২৫ | |
পরিসংখান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট | ফলিত পরিসংখ্যান | ৫০ |
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট | পুষ্টি ও খাদ্য বিজ্ঞান | ৪০ |
তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট | সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট | লেদার ইঞ্জিনিয়ারিং | ৫০ |
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং | ৫০ | |
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং | ৫০ | |
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট | ভৌত বিজ্ঞান – ২২ | ৪১ |
জীববিজ্ঞান – ১৯ | ||
মোট | ১৮৫১ |