ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (A Unit) বিজ্ঞান শাখা ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান PDF ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় সবচাইতে বেশি আসন সংখ্যা আছে ক ইউনিটে ইউনিটে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার সকল ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে । আজ ১লা মার্চ ২০২৪ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। MCQ আকারে ৬০ নম্বর এবং লিখিত আকারে ৪০ নম্বর সর্ব মোট ১০০ নম্বরের পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের কে অভিনন্দন জানাচ্ছি।

ঢাবি (A Unit) বিজ্ঞান শাখা ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান আপনারা এখান থেকে দেখুন। আশা করি এই প্রশ্নের সমাধান দেখে আপনি বুঝতে পারবেন আপনি পরীক্ষায় কত মার্ক পেয়ে উত্তীর্ণ হতে পারেন । যেহেতু প্রতিটি বিষয়ের উপরে আপনাকে পাশ করতে হবে তাই , বাংলা , ইংরেজি , গণিত , রসায়ন, পদার্থ বিজ্ঞান, আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে । তাই আপনারা এখানে প্রশ্নের সমাধান গুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি কত মার্ক পেয়ে উত্তীর্ণ হচ্ছেন আসুন আমরা প্রশ্নের সমাধান দেখি ।

ক ইউনিটের প্রশ্ন সমাধান ঢাকা বিশ্ববিদ্যালয় পিডিএফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের A UNIT এ সিট ১৮৫২ এর বিপরিতে যেহেতু লক্ষাধীক পরিক্ষাথী অংশ গ্রহন করেছেন এই পরীক্ষায় তাই প্রতিযোগিতা মুলক এই পরীক্ষার প্রশের সঠিক উত্তর আপনার আএখান থেকে দেখতে পারবেন।

ঢাবি A ইউনিট ইংরেজি অংশে প্রশ্ন সমাধান ২০২৪

ঢাবি A ইউনিট গণিত অংশে প্রশ্ন সমাধান ২০২৪

ঢাবি A ইউনিট মানবন্টন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট ভর্তি পরীক্ষা MCQ এবং লিখিত আকারে নেওয়া হয়ে থাকে। উভয় পদ্ধতিতে মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে এই পরীক্ষা এবং মোট ১ ঘণ্টা ৩০ মিনিট। এই ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা ৩০মিনিটে মিনিটে শেষ হবে। ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০ তারমধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে। ভর্তি পরিক্ষার বিষয় ভিত্তিক প্রতিটি অংশের প্রশ্ন সঠিক উত্তর দিতে হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত মানবণ্টন নিম্নরূপ:

ইউনিট নামএমসিকিউ (MCQ) পরীক্ষালিখিত পরীক্ষা
মোট নম্বরসময়পাস নম্বরমোট নম্বরসময়পাস নম্বর
ক ইউনিট৬০৪৫ মিনিট২৪৪০৪৫ মিনিট১২

ঢাবি ক ইউনিট: বিষয়ভিত্তিক লিখিত ও বহুনির্বাচনী (MCQ) পরীক্ষার মান বন্টন

আজকের ভর্তি পরীক্ষায়, MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং বিষয়ভিত্তিক মোট নম্বরের সাথে সমন্বয় করা হবে। ৪টি বিষয়ের প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে একজন প্রার্থী যেকোনো বিভাগ/ইন্সটিটিউটে ভর্তি হতে পারেন। তবে যে বিষয়ে আপনি ভর্তি হতে আগ্রহী সেই বিষয়ের প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। তবে বাংলা ও ইংরেজি বিষয়ে উপস্থিত থাকতে হবে।

DU ক ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ণমান দেখুন

বিষয়ের নামএমসিকিউলিখিত
পদার্থ বিজ্ঞান (আবশ্যিক)১৫১০
রসায়ন (আবশ্যিক)১৫১০
গণিত১৫১০
জীববিজ্ঞান১৫১০
বাংলা১৫১০
ইংরেজি১৫১০
মোট১০০

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ও আসন সংখ্যা

এই বছর ২০২৩-২০২৪ সালের ভর্তি পরীক্ষা বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে প্রায় ১ লাখ ২৭ হাজার ৭৯ জন আবেদন করেছেন। এ হিসেবে প্রতি আসনের জন্য পরীক্ষার্থী প্রায় ৬৯ জন (৬৮.৬৫)। আসুন এখান থেকে আসন সংখ্যা ও বিষয় ভিত্তিক আসন দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে A ইউনিটের ভর্তি পরীক্ষা আসন সংখ্যা ও মান বন্টন দেখুন

অনুষদ/ইনস্টিটিউটভর্তির বিভাগ/বিষয়আসন সংখ্যা
বিজ্ঞান অনুষদপদার্থ বিজ্ঞান১০০
গণিত

  • বিজ্ঞান শাখা – ১২৭
  • মানবিক/সাধারণ শাখা – ৩
১৩০
রসায়ন৯০
পরিসংখ্যান

  • বিজ্ঞান শাখা – ৮৭
  • মানবিক/সাধারণ শাখা – ৩
৯০
ফলিত গণিত৬০
জীববিজ্ঞান অনুষদমৃত্তিকা, পানি ও পরিবেশ১০০
উদ্ভিদবিজ্ঞান৭০
প্রাণিবিদ্যা৮০
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান৬০
মনোবিজ্ঞান

  • বিজ্ঞান শাখা – ৪০
  • মানবিক/সাধারণ শাখা – ২০
  • ব্যবসা শিক্ষা শাখা – ২০
৮০
অনুজীব বিজ্ঞান৪০
মৎস্যবিজ্ঞান৪০
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি২৫
ফার্মেসী অনুষদফার্মেসী৭৫
 

আর্থ এন্ড এনভারনমেন্টাল সায়েন্সেস অনুষদ

ভূগোল ও পরিবেশ

  • বিজ্ঞান শাখা – ৫০
  • মানবিক/সাধারণ শাখা – ২৫
  • ব্যবসা শিক্ষা শাখা – ৫
৮০
ভূতত্ত্ব৫০
সমুদ্রবিজ্ঞান৪০
ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স৪০
আবহাওয়া বিজ্ঞান২৫
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং৭০
ফলিত রসায়ন ও কেমিকৌশল৬০
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল৬০
নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং৩০
রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং২৫
পরিসংখান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটফলিত পরিসংখ্যান৫০
পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটপুষ্টি ও খাদ্য বিজ্ঞান৪০
তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটসফটওয়্যার ইঞ্জিনিয়ারিং৫০
লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটলেদার ইঞ্জিনিয়ারিং৫০
ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং৫০
লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং৫০
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটভৌত বিজ্ঞান – ২২৪১
জীববিজ্ঞান – ১৯
মোট আসন সংখ্যা১৮৫১টি