প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসা শিক্ষার্থীরা আজ প্রকাশিত ফলাফলে ৮২ হাজার ৫০০ জন পাচ্ছে বৃত্তি। আজ ২৮ ফ্রেব্রুয়ারি প্রকাশ হয়েছে রেজাল্ট। আপনারা যাহারা এখনো এই ফলাফল হাতে না পেয়ে থাকেন তা হলে এখনি ভিজিট করুণ এখানে। ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন। আসুন ফলাফল http://www.dpe.gov.bd/ ওয়েবসাইট থেকে দেখে ফেলুন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট।
প্রাথমিক/ইবতেদায়ী বৃত্তির ফল প্রকাশ ২০২৫
বৃত্তি দুটি বিভাগে প্রদান করা হয় সেগুলো হলোঃ
- ট্যালেন্টপুল বৃত্তি পাস করেছে ৩৩হাজার জন
- সাধারন বৃত্তি। পাস করেছে ৪৯৫০০জন
প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক একযোগে প্রকাশ হয়েছে আজকের প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তির ফলাফল ২০২৫। আপনি যদি অভিভাবক হিসেবে এই ফলাফল দেখতে চান , তাহলে এখান থেকে সহজে দেখে নিন। প্রতিটি অভিভাবক এখন অপেক্ষা করছে ফলাফল দেখার জন্য। তাদের ছোট ছোট বাচ্চাদের জন্য এই ফলাফল অনেক আনন্দের। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ প্রকাশ হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল।
http://www.dpe.gov.bd/
এ বছর বৃত্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে বৃত্তির টাকা বৃদ্ধি পাবে ।ট্যালেন্টপুলে এবং সাধারণ গ্রেডে বৃত্তি রেজাল্ট এই মাত্র প্রকাশ হয়েছে। দেরি না করে এখনেই দেখুন রেজল্ট।
আপনারা এখনোই বৃত্তির ফলাফল দেখতে পারবেন অনেকগুলো পদ্ধতির মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। ২০২৫ সালের ডিসেম্বরে 30 তারিখে নেওয়া হয়েছিল বৃত্তি পরীক্ষা। সে লক্ষ্যে দু’মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছে । আপনারা সহজেই ফলাফল সংগ্রহ করুন অনলাইনের মাধ্যমে এছাডা আপনারা মোবাইল এসএমঅএস এর মাধ্যমে দেখতে পাবেন ফলাফল।
প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা বৃত্তি পরীক্ষার ফল দেখার নিয়ম অনলাইনে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর) প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের নিয়মাবলী বা প্রক্রিয়া। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার ফল এই নিয়ম অনুসারে প্রকাশিত হয়:
- পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এ প্রকাশ করা হয়।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে পরীক্ষার ফল নোটিশ প্রকাশ করে।
- পরীক্ষার ফল জানতে শিক্ষার্থীদের প্রথমে রোল নম্বর এবং পরীক্ষার সন লিখে একটি SMS পাঠাতে হয়। এর জন্য আপনাকে 16222 নম্বরে মেসেজ করতে হবে। এরপর একটি মেসেজ আসবে যেখানে আপনার ফল থাকবে।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জেলা ও উপজেলা অফিসে যাওয়া যেতে পারে ফল দেখার জন্য।
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে ইমেইল পাঠানো যেতে পারে ফল দেখার জন্য।
এছাড়াও, কোন সমস্যা থাকলে শিক্ষা অধিদপ্তরের হটলাইন নম্বর ব্যবহার করে তথ্য জানতে পারেন। হটলাইন নম্বরঃ 01833-303034 (সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেবা করা হয়)।
প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা বৃত্তি পরীক্ষার ফল দেখার নিয়ম SMS মাধ্যমে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা বৃত্তি পরীক্ষার ফল দেখানোর জন্য আপনার মোবাইল নম্বরে একটি SMS পাঠাতে হবে। নিচে ফলাফল দেখার পব্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।
DPE Primary Scholarship result ২০২৫
To check the DPE scholarship result through mobile SMS, you need to send an SMS in the following format: DPE SCH Roll Number Passing Year
For example, if your roll number is 12345 and you passed the exam in ২০২৫, you should send an SMS with the following text:
DPE SCH 12345 ২০২৫ Then, send the SMS to the number 16222.
DME Ebbtide Scholarship result ২০২৫
To check the DME Ebbtide Scholarship result through mobile SMS, you need to send an SMS in the following format:
EBB(space)Roll Number(space)Passing Year(space)Board Name
For example, if your roll number is 12345, you passed the exam in ২০২৫, and your board name is Dhaka, you should send an SMS with the following text:
EBB 12345 ২০২৫ DHAKA
Then, send the SMS to the number 16222.
After a few moments, you will receive an SMS with the result.
প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা বৃত্তি অথের পরিমাণ বাডলো
ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্ষেত্রেঃ প্রতিমাসে ৩০০ টাকা করে প্রতি বছর ৩ হাজার ৬০০ টাকা প্রদান করা হবে এবং সময়কাল ৩বছর তবে এই বছর থেকে ২৫% বাডাবে বলে ধারনা করা যাচ্ছে।
সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তঃ প্রতিমাসে ২২৫ টাকা করে প্রতি বছর দুই হাজার ৭০০ টাকা। পাবে তাদের ও সময়কাল ৩ বছর অথাত ৬ষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেওয়া হবে এই টাকা।
২০২২ সালে প্রাথমিক বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ জন। তবে সবার প্রত্যাশা এই বছর থেকে বৃত্তি টাকা বাডাবে।