প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ এর নিয়োগ লক্ষে (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) এর সকল জেলার জন্য শিক্ষক নিয়োগ এর আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পিইডিপি ৪ এর আওয়াতায় ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে শিক্ষকদের।
“সহকারী শিক্ষক” প্রাথমিক বিদ্যালয় আবেদন
প্রাইমারি শিক্ষক নিয়োগ; ১ম ধাপের আবেদনকারী ৩ লাখ ৬০ হাজার ৭০০, ২য় ধাপের আবেদনকারী ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন।৩য় ধাপে আবেদন চলমান।
সহকারী শিক্ষক নিয়োগ বিভাগীয় শহরে প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন। বয়স ধরা হয়েছে ২১ থেকে ৩০ বছর। এবং বেতন স্কেল ১১০০০-২৬৫৯০ টাকা । আসুন আবেদন এর বিস্তারিত নিয়ম জেনে নেই।
“সহকারী শিক্ষক” নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত
প্রাইমারির সার্কুলার ২য় ধাপে রাজশাহী, ময়মনসিংহ, খুলনার এবং৩য় ধাপে ঢাকা-চট্টগ্রামের সার্কুলার সব মার্চে প্রকাশিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩
পদের নাম | বেতন ক্রম | বয়সসীমা | শিক্ষগত যোগ্যতা |
সহকারী শিক্ষক
রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ |
গ্রেড ১৩তম ২০১৫ স্কেল অনুযায়ী
বেতন স্কেল ১১০০০-২৬৫৯০ টাকা |
২৪ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত সাধারণ প্রাথীদের বয়স ২১ থেকে ৩০ বছর।
মুক্তি যুদ্ধ সন্তান, প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ পর্যন্ত শিথিল |
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী অথবা গ্রেড ৪ থেকে ২.২৫ থাকতে হবে। ৫ গ্রেড ২.৮ থাকতে হবে এবং স্নাতক ডিগ্রী থাকতে হবে। |
সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ আবেদন এর সময়সূচী
- সহকারী শিক্ষক বিজ্ঞপ্তি প্রকাশঃ ২৮ ফ্রেব্রুয়ারি ২০২৩
- সহকারী শিক্ষক আবেদন বিভাগঃ রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ
- আবেদন শুরুঃ ১০ মার্চ ২০২৩ সকাল ১০ঃ৩০মি থেকে
- আবেদন শেষ তারিখঃ ২৪ মার্চ ২০২৩ রাত ১১ঃ৫৯মি পর্যন্ত
- আবেদন করার লিঙ্কঃ https://dpe.teletalk.com.bd/
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ আবেদন অনলাইনে
প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ এর সকল জেলা। এটি ১ম ধাপের আবেদন। জেলা ভিত্তিক যেসব জেলা আবেদন করতে পারবেন জেনে নিন।
“সহকারী শিক্ষক” প্রাথমিক বিদ্যালয় Apply
রংপুর বিভাগের জেলার তালিকাঃ সহকারী শিক্ষক পদে আবেদন করতে ভিজিট করুণ
জেলা |
উপজেলা |
রংপুর | রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগঞ্জ,পীরগাছা ও তারাগঞ্জ |
দিনাজপুর | দিনাজপুর সদর, পার্বতীপুর, বিরামপুর, বীরগঞ্জ, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ি, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, খানসামা, নবাবগঞ্জ |
নীলফামারী | ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোগঞ্জ, নীলফামারী সদর ও সৈয়দপুর। |
গাইবান্ধা | ফুলছড়ি, গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা ও সুন্দরগঞ্জ। |
লালমনিরহাট | লালমনিরহাট সদর, আদিতমারী, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং পাটগ্রাম। |
ঠাকুরগাও | বালিয়াডাঙ্গি, হরিপুর, পীরগঞ্জ, রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর। |
কুড়িগ্রাম | কুড়িগ্রাম সদর, ভুরুঙ্গামারী, চর রাজীবপুর, উলিপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজারহাট, নাগেশ্বরী ও রৌমারী। |
পঞ্চগড় | পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া। |
জেলা |
উপজেলা |
ঝালকাঠি | কাঁঠালিয়া, ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর |
বরগুনা | আমতলী উপজেলা, পাথরঘাটা উপজেলা, বেতাগি উপজেলা, বামনা উপজেলা, তালতলী উপজেলা |
পিরোজপুর | কাউখালী, নাজিরপুর উপজেলা, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা, পিরোজপুর সদর উপজেলা, ভাণ্ডারিয়া উপজেলা, মঠবাড়িয়া উপজেলা, ইন্দুরকানী উপজেলা। |
ভোলা | ভোলা জেলায় ৭টি উপজেলা রয়েছেঃ
|
পটুয়াখালী |
|
বরিশাল |
|
সিলেট বিভাগের জেলার তালিকাঃ সহকারী শিক্ষক পদে আবেদন করতে ভিজিট করুণ
১। সিলেট জেলা
২। হবিগঞ্জ জেলা
৩। সুনামগঞ্জ জেলা
৪। মৌলভীবাজার জেলা
সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ আবেদন ফি
সাধারনত আবেদন সম্পূর্ণ করার পর আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। বাংলাদেশ টেলিটক এর মাধ্যমে আবেদন ফি প্রধান করতে পারবেন। তার জন্য ২০০টাকা সাথে আরো ২০ টাকা সার্ভিস চাজ দিতে হবে।
এই আবেদন ফি দেওয়ার পর আপনি আপনার দেওয়া পদত্ত মোবাইলে একটি এসএমএস পাবেন। ঐ খানে ঈউজার আইডি ও পার্স ওয়াডা দেওয়া থাকবে।এবং আপনি পেইড আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।
- Application copy তে ইউজার আইডি ব্যাবহার করে আবেদন ফি দিতে পারবেন।
- ফি জমা দিতে টেলিটক পিপেইড সিম থেকে SMS করুণ.
1st SMS: DEPR < Space> User ID & Send to 16222
2nd SMS: DEPR < Space>YES < Space> PIN & Send to 16222
- আপবেদন ফি প্রদান সম্পূর্ণ হলে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইলে এসএমএস যাবে এবং ঐ খানে দেওয়া User ID ও Password ব্যাবহার করে Application কপি ডাউনলোড করতে পারবেন।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩ বিজ্ঞপ্তি
