পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষা বর্তমান চলমান আছে । তারই অংশ হিসেবে আজ ৭ এপ্রিল ২০২৩ নমুনা সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । আপনারা যারা এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে আপনারা পরীক্ষা কেমন হয়েছে তা একটি ধারণা পেয়ে গেছেন। তবে পরীক্ষা শেষে পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে আপনার কয়টি প্রশ্ন উত্তর সঠিক দেখে নিন।
পরিবেশ অধিদপ্তর নমুনা সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৩
- ০৭.০৪.২০২৩ তারিখে অনুষ্ঠিত উচ্চমান সহকারী পদে লিখিত পরীক্ষার ফলাফল (08/04/2023)
- ০৭.০৪.২০২৩ তারিখে অনুষ্ঠিত নমুনা সংগ্রহকারী পদে লিখিত পরীক্ষার ফলাফল (08/04/2023)
- ০৭.০৪.২০২৩ তারিখে অনুষ্ঠিত সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষার ফলাফ…
পরিবেশ অধিদপ্তর ‘নমুনা সংগ্রহকারী’ পদে নিয়োগ পরীক্ষা প্রশ্নের সঠিক উত্তরগুলো মিলিয়ে দেখতে হবে । সেক্ষেত্রে এখানে দেওয়া প্রশ্নের সঠিক উত্তরের সাথে আপনি মিলিয়ে দেখে নিন এবং প্রশ্ন সমাধান গুলো পড়ে আপনি নিশ্চিত হয়ে নিন। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন কিনা তা আপনার নিয়োগ পরীক্ষার উপর নিরবর করবে। তাই শতভাগ নিশ্চিত হবার জন্য প্রশ্নের সঠিক উত্তর দেখুন।
নমুনা সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান ২০২৩
পরিবেশ অধিদপ্তর ‘নমুনা সংগ্রহকারী’ নিয়োগ রেজাল্ট ২০২৩ PDF। মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিন।
পরিবেশ অধিদপ্তর ‘নমুনা সংগ্রহকারী’ পরীক্ষা
- নমুনা সংগ্রহকারী প্রশ্ন সমাধান পিডিএফঃ
নমুনা সংগ্রহকারী: ৯০ মিনিট ব্যাপী ১০০ মার্কসের লিখিত পরীক্ষা : বাংলা -৩০,ইং-৩০,গণিত:২০,জিকে :১০, বিষয়ভিত্তিক :১০।মোট ১০০ মার্কস। টিকলে ১০ মার্কস ভাইভা।
পরিবেশ অধিদপ্তর ‘বিভিন্ন পদে’ নিয়োগ পরীক্ষার সময়সূচী
- নিয়োগ বিজ্ঞপ্তিঃ ৩০ ডিসেম্বার ২০২২
- পদের সংখ্যাঃ নমুনা সংগ্রহকারী ৪৬ জন
- নিয়োগ পরিক্ষাঃ আজকে ০৭ এপ্রিল ২০২৩
- পদের সংখ্যাঃ বিভিন্ন
- নিয়োগ পরীক্ষার প্রশ্নের ধরনঃ লিখিত /MCQ
- নিয়োগ পরীক্ষার রেজাল্টঃ ০৮ এপ্রিল ২০২৩
পরিবেশ অধিদপ্তর ‘নমুনা সংগ্রহকারী’ পদের নিয়োগ প্রশ্ন সমাধান
পরিবেশ অধিদপ্তরের ‘নমুনা সংগ্রহকারী’ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সাধারণত মূলত একটি বিষয় সম্পর্কে জানার জন্য হয় এবং এটি প্রশ্নপত্রে মূলত মূল্যায়ন করা হয়। পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলি বিভিন্ন বিষয়গুলি প্রশ্ন করতে পারে, যেমন সাধারণ জ্ঞান, পরিবেশ বিজ্ঞান, পরিবেশ ব্যবস্থাপনা, বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাস এবং অন্যান্য সম্পর্কিত বিষয়গুলি।
পরিবেশ অধিদপ্তর ‘নমুনা সংগ্রহকারী’ প্রশ্ন সমাধান পিডিএফ
গণিত প্রশ্ন সমাধানঃ
১। ৩ জন পুরুষ = ৫ জন বালক ৪ জন পুরুষ = ২০/৩ জন বালক ৪ জন পুরুষ + ১০ জন বালক = ২০/৩ + ১০ = ৫০/৩ জন বালক ৫ জন বালক করে ২০ দিনে ৫০/৩ জন বালক করে = ২০ x ৫ / (৫০/৩) = ৬ দিনে।
২। আয়তক্ষের প্রস্থ x দৈর্ঘ ৩x, ক্ষেত্রফল x*৩x =৩x2 ৭৫ টাকায় খরছ হয় ১ বর্গমি ১টাকায় খরছ হয় ১/৭৫ বর্গমি ১১০২৫টাকায় করছ হয় ১১০২৫/৭৫ বর্গমি=১৪৭ প্রশ্নমতে, ৩x2=১৪৭ x2=১৪৭/৩ x2=৪৯ x=√৪৯ x=৭ দৈর্ঘ ৩*৭=২১ মিটার প্রস্থ ৭ মিটার
৩। Answer -6
৪। মনেকরি, মোট ফল 100 টাকার । পঁচন ও পরিবহনে মোট নষ্ট হয় = (5+5)=10 টাকার ফল । অবশিষ্ট ফল (100-10)=90 টাকা। 20% লাভে মোট ফল =(100+20)=120 টাকা লাভ করেত (120-90)=30 টাকা । 90 টাকার ফলে লাভ করে 30 টাকা 1 টাকার ফলে লাভ করে 30/90 ” ” 100 টাকার ফলে লাভ করে= 0.3333333333×100=33.33333333 টাকা =33.33 টাকা । 33.33% লাভে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে।
পরিবেশ অধিদপ্তর ‘নমুনা সংগ্রহকারী’ প্রশ্ন সমাধান পিডিএফ
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ
16. সুন্দরবনকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় কবে?
-৬ ডিসেম্বর ১৯৯৭ সনে UNESCO
17. BIDS এর পূর্ণরূপ কি
-বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান তথা বিআইডিএস
18. বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরি করেন কে?
-শারমিন আক্তার সুপ্তা
19. পরিবেশ অধিদপ্তরের প্রতিষ্ঠাকালীন নাম কী?
-পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড।
20. জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
-10:6
21. cop 27 কোন দেশে অনুষ্ঠিত হয়?
-মিসরের শার্ম আল শেখ নগরীতে
22. Blue Economy কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
-Blue Economy অর্থনীতির এমন একটি বিষয় যেখানে একটি দেশের সামুদ্রিক পরিবেশ কিংবা সামুদ্রিক সম্পদের সুষ্ঠ ব্যবহার ও রক্ষণাবেক্ষন নিয়ে আলোচনা করা হয়।
২৩। 50 বছর পূর্তিকে কি বলা হয়?
-সুবর্ণজয়ন্তী
২৪। দুই জার্মানি একত্রিত হয় কবে?
-১৯৯০ সালের ৩রা অক্টোবর
২৫। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের নাম কি?
-চিরঞ্জীব মুজিব’
২৬। পূর্ণরূপ লিখুনঃ
২৭। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে?
-১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
২৮। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাব কতজনকে দেওয়া হয়?
-৬৮ জনকে
২৯। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের স্থপতি কে?
-লারোস
৩০। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেষ বর্ষের ছাত্র আসাদুজ্জামান ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ছাত্র সংগ্রাম কমিটির ১১ দফা দাবি আদায়ের মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। তার নামানুসারে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে রাখা হয় আসাদ গেট।
৩১। তাজিংডং কোথায় অবস্থিত?
বান্দরবন জেলার রুমা উপজেলার সাইচল পর্বতসারিতে অবস্থিত
পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্নগুলি সাধারণত একটি মানচিত্র বা ডায়াগ্রাম সহ থাকতে পারে যাতে প্রশ্নগুলি উপস্থাপন করা হয় এবং উত্তর দেওয়ার জন্য প্রাসঙ্গিক তথ্য প্রদান করা হয়। প্রশ্নগুলি একই সময়ে মূলত মানচিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে বিভিন্ন পরিবেশ বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকতে
পরিবেশ অধিদপ্তরের ‘নমুনা সংগ্রহকারী’ পদের নিয়োগ পরীক্ষার রেজাল্ট পিডিএফ ফরম্যাটে দেখতে আপনার প্রথমে পরিবেশ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে নোটিস বোর্ড বা নিয়োগ বিভাগে পরীক্ষার রেজাল্ট প্রকাশের জন্য তথ্য উপস্থাপন করা হবে।
পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর ওয়েবসাইটে একটি লিঙ্ক প্রকাশিত হবে যা ডাউনলোড করে আপনি পিডিএফ ফরম্যাটে রেজাল্ট দেখতে পারবেন।
পরিবেশ অধিদপ্তর ‘নমুনা সংগ্রহকারী’ নিয়োগ রেজাল্ট PDF
আপনি সরাসরি গুগল সার্চ করে “পরিবেশ অধিদপ্তর নমুনা সংগ্রহকারী নিয়োগ পরীক্ষার রেজাল্ট পিডিএফ” টাইপ করে সার্চ বাটনে ক্লিক করলে আপনি একটি সার্চ রেজাল্ট পেজ দেখতে পারবেন যেখানে আপনি রেজাল্ট দেখতে পারবেন।