সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের DMLC আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান বিভিন্ন পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।আপনি এই বিজ্ঞপ্তি সম্পূর্ণভাবে পড়ুন এবং যদি আপনি যোগ্য একজন প্রার্থী বলে বিবেচিত হয়ে থাকেন তাহলে সহজেই আবেদন করতে পারবেন। আমাদের দেওয়া বিজ্ঞপ্তিটি পড়ে এছাড়াও আপনার এই আবেদন করতে কি কি নিয়ম কানুন মেনে আবেদন করতে হবে তাও এখানে উল্লেখ করা হয়েছে । আপনি যে পদের জন্য যোগ্য কেবলমাত্র সেই পদের জন্য আবেদন করতে পারবেন ।আসুন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করি সম্পূর্ণ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেই।
সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের এর এই ওয়েবসাইট dmlc.portal.gov.bd প্রবেশ করে সহজেই আবেদন সম্পূর্ণ করতে পারবেন। আপনি আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া বিজ্ঞপ্তি পডে নিন।
সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ সময়সূচী
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ আবেদন
আপনি যদি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ আবেদন করতে চান। আবেদনপত্র জমা দেওয়ার জন্য আপনাকে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণ করতে হবে। নিম্নে আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে।
- প্রথমেই, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুণ, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের ওয়েবসাইটের ঠিকানা হলো: job.shmrmi.gov.bd
- ওয়েবসাইটে নিয়োগ আবেদনের সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ক্লিক করুন।
- এখান থেকে আবেদনের ফর্ম পাবেন এই আবেদন ফর্ম পূরন করে সহজেই আবেদন পক্রিয়া সম্পূর্ণ করুণ। আবেদন সম্পূর্ণ হলে আবেদন ফি জমা দিন।
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
ক্র নং | পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল ও গ্রেড | শিক্ষাগত যোগ্যতা | পদ অনুযায়ী আবেদন |
০১ | সহকারী শিক্ষক (বাংলা) | ১০টি | বিএড প্রশিক্ষণ প্রাপ্ত বিএড প্রশিক্ষণ বিহীন | বিএড সহ বাংলায় স্নাতকোত্তর | Online Apply |
০২ | সহকারী শিক্ষক (ইংরেজি) | ১০টি | ইংরেজিতে স্নাতকোত্তর | Online Apply | |
০৩ | সহকারী শিক্ষক (শারিরিক শিক্ষা) | ২টি | গ্রেড ১০ম | স্নাতক ও ফিজিকেল ডিপ্লোমা | Online Apply |
০৪ | জুনিয়র শিক্ষক (শারিরিক শিক্ষা) | ৩টি | গ্রেড ১১ | স্নাতক ও ফিজিকেল ডিপ্লোমা | Online Apply |
০৫ | জুনিয়র শিক্ষক (ইসলাম ও নোতিক শিক্ষা) | ৪টি | গ্রেড ১১ | ফাজিল/সমমানের ডিগ্রি | Online Apply |
০৬ | জুনিয়র শিক্ষক | ৩৫টি | গ্রেড ১১ | নূনতম ২.৫ ডিগ্রি | Online Apply |
মোট | ৬৪টি |