খাদ্য অধিদপ্তর ১৩৭৭ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনলাইন আবেদন ও ফি প্রদান নিয়ম

খাদ্য অধিদপ্তর বিভিন্ন পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। খাদ্য অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে ০৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে খাদ্য অধিদপ্তর কর্তৃপক্ষ। এই চাকরির বিজ্ঞপ্তিটি খাদ্য অধিদপ্তর দ্বারা ২২টি ক্যাটাগরিতে মোট ১৩৭৭ জনকে নিয়োগের জন্য সুযোগ দেওয়া হবে। যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে চাকরিতে আগ্রহী তাদের dgfood.teletalk.com.bd-এ অনলাইনে তাদের কাঙ্ক্ষিত চাকরির আবেদনপত্র পূরণ করতে হবে। আসুন আবেদন করার আগে পদ ও সংখ্যা জেনে আবেদন সম্পূর্ণ করি।

খাদ্য অধিদপ্তর বিভিন্ন পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ পিডিএফ

খাদ্য অধিদপ্তর ১৩-১৯ তম গ্রেডভুক্ত ২২ ক্যাটাগরির ১৩৭৭ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ (নম্বর-৮০২, তারিখ: ৩১/০৮/২০২৩) অনুমোদন করা হয় এবং তা অনলাইনে ০৩ সেপ্টেম্বের ২০২৩ তারিখে প্রকাশিত হয়। আবেদন শুরু ১২ সেপ্টেম্বের ২০২৩ তারিখ থেকে।

খাদ্য অধিদপ্তর বিভিন্ন পদে নিয়োগ আবেদন করতে ক্লিক করুণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ সময়সূচী

  • বিজ্ঞপ্তি প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৩ ইং।
  • অনলাইনে আবেদন শুরু: ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং সকাল ১০ টা।
  • অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৩ ইং বিকাল ৫ টা।
  • প্রার্থীদের চাকুরির পোস্ট অনুযায়ী আবেদনের ফি ১১২ টাকা থেকে ২২৩ টাকা
ক্রমিক পদের নাম ও সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা  নিয়োগ আবেদন
০১ উপ খাদ্য পরিদর্শক
পদের সংখ্যা ২৫০
কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সিজিপিএ প্রাপ্ত স্নাতক বা সম্মানের নূন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নতক ডিগ্রী Apply Now
০২ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা ৮

১। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে নূন্যতম দ্বিতীয় শ্রেণীর নূন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নতক ডিগ্রী। ২। সাঁটলিপিকার পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ থাকতে হবে। Apply Now
০৩ সাঁটমুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা ২৫

১। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে নূন্যতম দ্বিতীয় শ্রেণীর নূন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নতক ডিগ্রী। ২। সাঁটমুদ্রাক্ষরিক পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ থাকতে হবে। Apply Now
০৪ উচ্চমান সহকারি

পদের সংখ্যা ৩১

কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে নূন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নতক ডিগ্রী Apply Now
০৫
০৬
০৭
০৮
০৯

 

খাদ্য অধিদপ্তর চাকরির অনলাইন আবেদনপত্র পূরণ করার নিয়ম

  1. চাকরির আবেদন পূরণ করতে প্রথমে আপনাকে http://dgfood.teletalk.com.bd ভিজিট করতে হবে
  2. তারপর আপনাকে ” “Apply Now”” বোতামে ক্লিক করতে হবে।
  3. চাকরির আবেদনপত্র পূরণ করার জন্য আপনাকে আপনার খাদ্য বিভাগের চাকরির পোস্ট নির্বাচন করতে হবে।
  4. এখন আপনি সঠিক তথ্য আপনার নাম ঠিকানা শিক্ষগত যোগ্যতা দিয়ে খাদ্য বিভাগের চাকরির আবেদনপত্র পূরণ করুন।
  5. এখন “Next” বোতামে ক্লিক করুন, পরবর্তী ধাপে যেতে।
  6. এখন আপনার পরিষ্কার ছবি এবং স্বাক্ষর ছবি আপলোড করুন।
  7. খাদ্য বিভাগের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আকার। (ছবির আকার সর্বোচ্চ ১০০ kb, স্বাক্ষরের আকার সর্বাধিক ৬০ kb)
  8. অবশেষে, চাকরির আবেদন জমা দিতে “Submit” বোতামে ক্লিক করুন।
  9. চাকরির আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করুন।

খাদ্য অধিদপ্তর চাকরির ফি জমা দেওয়ার নিয়ম

আপনার কাছে সংগ্রহীত চাকরির অনলাইন আবেদন কপিতে “User ID” দেখতে পাবেন। ওই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে চাকরির আবেদন ফি জমা দিতে হবে। মনে রাখবে আবেদন ফি প্রদান করার আগে বেলেন্স ঠিক আছে কিনা দেখুন। আবেদন ফরম পূরণ করার পর 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে চাকরির আবেদন ফি জমা দিতে হবে।

এবার আসুন জেনে নেই যেভাবে আপনার আবেদন ফি জমা দিবেন তা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।  এখানে SMS l লিখার আগে ১-২১ নং আবেদন এর জন্য মোবাইল ফি সহ ২২৩ টাকা এবং ২২নং পদে আবেদন ১১২টা ফি প্রদান করতে হবে।

প্রথম এসএমএস: DGFOOD <স্পেস> ইউজার আইডি লিখে পাঠাতে হব 16222 নম্বরে।

উদাহারন: DGFOOD ABCDEF পাঠাতে হবে 16222 নাম্বারে।

আপনি এখন একটা ফিরতি মেসেজ পাবেন। এই মেসেজের মধ্যে নির্দেশনা থাকবে যে আপনাকে কিভাবে দ্বিতীয় মেসেজ করতে হবে চাকরিতে আবেদন করার জন্য। এবং প্রথম মেসেজ রিপ্লেতে আপনি পিন নাম্বার পাবেন এই পিন নাম্বার ব্যবহার করে দ্বিতীয় মেসেজ করতে হবে।

দ্বিতীয় এসএমএস: DGFOOD <স্পেস> Yes <স্পেস>Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

উদাহারন: DGFOOD Yes Pin পাঠাতে হবে 16222 নাম্বারে।

সঠিকভাবে চাকরির আবেদন জমা দেওয়া হলে, খাদ্য অধিদপ্তর কর্তৃক একটি কনগ্রাচুলেশন্স ফিরতি মেসেজ পাবেন। এবার আপনার কাছে থাকা ইউজার আইডি ও পাস ওয়াড দিয়ে প্রবেশ পত্র Download করে সংরক্ষন করে রাখুন

খাদ্য অধিদপ্তর  প্রবেশ পত্র ডাউনলোড করতে ক্লিক করুণ এখানে