HSC একাদশ শ্রেণীতে ভর্তি রেজাল্ট ২০২৩। কলেজ ভিত্তিক ১ম মেধা তালিকা প্রকাশ

এইচএসসি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ভর্তি ফলাফল প্রকাশিত হয়েছে। এর আগে অনলাইনে এইচএসসি ভর্তি আবেদন শেষ হয়েছে। এখন ফলাফল প্রকাশের সময় এসেছে। আপনি যদি একাদশ শ্রেণীতে আবেদন করে থাকেন তা হলে এখান থেকে ফলাফল দেখতে পারবেন। কলেজে একাদশ শ্রেণী ভর্তি রেজাল্ট ২০২৩ প্রকাশিত হচ্ছে ৫ই সেপ্টেম্বের ২০২৩ তারিখ রাত ৮টার সময় প্রকাশিত হচ্ছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আপনি যদি সবার আগে ফলাফল কিভাবে দেখবেন জানতে চান তা হলে নিচের দেওয়া পব্ধতি জেনে নিন।

কলেজে [একাদশ শ্রেণী] ভর্তি রেজাল্ট ২০২৩

আরো দেখুনঃ একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৩ ফি প্রদান ও যে কাগজপত্র লাগবে বিস্তারিত জানতে ক্লিক করুণ এখানে

HSC একাদশ শ্রেণীতে ভর্তি জন্য অনলাইন আবেদন সম্পূর্ণ হয়েছে। এই বছর সারা দেশের কলেজ সমূহে প্রায় ১২ লক্ষ শিক্ষাথী ভর্তি হবে। তা কলেজ ভিত্তিক মেধা তালিকার রেজাল্ট দেখতে আপনি সরাসরি দেখতে পারবেন।

xiclassadmission.gov.bd ক্লিক করুণ

একাদশ শ্রেণী ভর্তি রেজাল্ট ২০২৩

আপনি দেওয়া নির্দিষ্ট ধারণাটি অনুসরণ করে অনলাইনে HSC ভর্তি ফলাফল দেখতে পারবেন। নিচে প্রদত্ত ধারণাগুলির উপরে ভিত্তি করে রেজাল্ট দেখতে পারবেন। বিস্তারিত নির্দেশাবলি নিচে দেওয়া হল:

একাদশ শ্রেণী ভর্তি জেলা ভিত্তিক কলেজের রেজাল্ট পিডিএফ

  1. প্রথমে আপনার ওয়েব ব্রাউজার খুলুন এবং http://xiclassadmission.gov.bd/ প্রবেশ করুণ।
  2. ওই ওয়েবসাইটে পৌঁছার পর উপরে রেজাল্ট অপশন দেখতে পাবেন, যেখানে ভর্তি ফলাফল চেক করা যাবে।
  3. আপনার আবেদন পত্রে প্রদত্ত রুল নাম্বার টি সার্চ বারে টাইপ করুন এবং সার্চ করুন।
  4. আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনার রেজিস্ট্রেশন ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন।
  5. ভর্তি জন্য সমস্ত আবশ্যিক তথ্য প্রদান করুন, যেমন আপনার শিক্ষা বিষয়বস্তু, প্রাপ্ত নম্বর ইত্যাদি।
  6. আপনার ভর্তি ফর্ম পূর্ণ করার পর, সেই সাবমিট বাটনে ক্লিক করুন।
  7. ভর্তি আবেদন সম্পন্ন হলে, আপনি আপনার ভর্তি আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।

আপনি উপরে উল্লিখিত ধারণাগুলি মেনে আপনার HSC ভর্তি ফলাফল দেখতে পারবেন। তবে, ফলাফল চেক করার সময় সাইটে সার্ভার লোডের কারণে কিছু সময় অপেক্ষা করতে পারে এবং সাইটের নির্দিষ্ট নির্দেশানুসারে আপনি ফলাফল পেতে পারেন।

কলেজে একাদশ শ্রেণী ভর্তি সময়সূচী ২০২৩-২০২৪

বিষয় তারিখ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ শুরু ১০ আগস্ট (বৃহস্পতিবার) থেকে ২০ আগস্ট (রবিবার)
আবেদন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি ২১ আগস্ট (সোমবার) থেকে ২৪ আগস্ট (বৃহস্পতিবার)
শুধুমাত্র পুনঃনিরিক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ৩১ আগস্ট (বৃহস্পতিবার)
পছন্দক্রম পরিবর্তন এর সময়সূচী ৩১ আগস্ট (বৃহস্পতিবার)
১ম মেধা তালিকা ফল প্রকাশ সেপ্টেম্বর ৫ (মঙ্গলবার রাত ৮টায়)
শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ৯ সেপ্টেম্বর (রবিবার)
২য় পর্যায়ে আবেদন গ্রহণ ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত)
১ম মাইগ্রেশেনের ফল প্রকাশ (পছন্দক্রম অনুযায়ী) ১৬ সেপ্টেম্বর (শনিবার রাত ৮টা)
২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর (শনিবার রাত ৮টা)
২য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ১৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১৮ সেপ্টেম্বর (সোমবার রাত ৮টা পর্যন্ত)
৩য় পর্যায়ে আবেদন গ্রহন ২৯ সেপ্টেম্বর (বুধবার) থেকে ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)
পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশেনের ফল প্রকাশ সেপ্টেম্বর ২৩ (শনিবার রাত ৮টা)
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ সেপ্টেম্বর ২৩ (শনিবার রাত ৮টা)
৩য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন ২৪ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২৫ সেপ্টেম্বর (সোমবার)
ভর্তি ২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে ৫ অক্টোবর (বৃহস্পতিবার)
ক্লাস শুরু ৮ অক্টোবর (রবিবার)

বিভাগ ভিত্তিক কলেজে একাদশ শ্রেণী ভর্তি সময়সূচী ২০২৩-২০২৪

ক্রমিক বিভাগ ভর্তি রেজাল্ট
০১ Barishal একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ
০২ Chattogram একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ
০৩ Cumilla একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ
০৪ Dhaka একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ
০৫ Dinajpur একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ
০৬ Jashore একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ
০৭ Mymensingh একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ
০৮ Rajshahi একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ
০৯ Sylhet একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ
১০ একাদশ শ্রেণীতে ভর্তি ফলাফল পিডিএফ

 

একাদশ শ্রেণীতে ভর্তি হতে যে কাগজ পত্র লাগবে জেনে নিন

1. ভর্তি ফরম। এটা ভর্তি হওয়ার সময় কলেজ থেকে সংগ্রহ করতে হবে।

2. এসএসসি মূল মার্কশীট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট – মূল কপি সহ ফটোকপি ২ কপি।

3. এসএসসি মূল প্রসংশাপত্র বা টেস্টিমোনিয়াল – মূল কপি সহ ফটোকপি ২ কপি।

4. এসএসসি মূল প্রবেশপত্র বা এডমিট কার্ড – মূল কপি সহ ফটোকপি ২ কপি।

5. এসএসসি রেজিস্ট্রেশন কার্ড- ফটোকপি ২ কপি।

6. পিতা ও মাতার ভোটার আইডি কার্ড ফটোকপি ২ কপি।

7. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ড— ফটোকপি ২ কপি।

৪. শিক্ষার্থীর পাসপোর্ট সাইয এবং স্ট্যাম্প সাইয ছবি- ৪ কপি ।

9. অভিভাবকের পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইয ছবি ২ কপি।

10. সিকিউরিটি কোড। আবেদনের সময় এটা মেসেজে পাওয়া যাবে।

11. একটি সচল মোবাইল নম্বর।

12. শিক্ষা বিরতির মূল সনদপত্র (যারা ২০২১ ও ২০২২ সালে SSC পাশ করেছে)

13. কোটার মূল সনদপত্র (যারা কোটায় আবেদন করেছে, তাদের জন্য)

একাদশ শ্রেণিতে ভর্তির নিয়ম বিস্তারিত জানতে ক্লিক করুণ