চুয়াডাঙ্গা জেলার আজকের রমজানের ইফতার ও সেহরির শেষ সময় ২০২৩

চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের পশ্চিমে অবস্থিত পবিত্র রমজান মাসের চুয়াডাঙ্গা জেলায় অবস্থান করেছেন আজ থেকে শুরু হওয়া রমজানের সময়সূচী আপনারা এখন অনলাইন থেকে খুজতেছেন। এখানে নিখুঁতভাবে এই সময়সূচি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রদানকৃত নিয়ম অনুযায়ী প্রদান করা হয়েছে ২০২৩ সালের নতুন নিয়মে চুয়াডাঙ্গা জেলার সাথে সমন্বয় করে সময়সূচী করা হয়েছে।

আপনারা যারা রোজার সেহরি খাবেন , এই সেহরির শেষ সময় এবং ইফতারের সময় দুটি এখানে প্রদান করা হয়েছে । তাই চুয়াডাঙ্গা বাসীর জন্য পবিত্র মাহে রমজানের ক্যালেন্ডার এবং সময়সূচী এখানে প্রদান করা হয়েছে । আশা করি এখান থেকে দেখে আপনারা সেহরী এবং ইফতারের সময়সূচি সহজে করতে পারবেন।

চুয়াডাঙ্গা রমজানের প্রতিদিনের ইফতার ও সেহরির সময় দেখুন

চুয়াডাঙ্গা রমজানের ক্যালেন্ডার

চুয়াডাঙ্গা জেলা সম্পর্কিত সেহরি ও ইফতারের সময় নিম্নলিখিত টেবিলে উল্লেখ করা হলো:

তারিখ সেহরির শুরু সেহরির শেষ ইফতারের শুরু ইফতারের শেষ
২৪ এপ্রিল ২০২৩ ৪:১২ AM ৪:৪৬ ৬:২০ ৬:৪০ PM
২৫ এপ্রিল ২০২৩ ৪:১১ AM ৪:৪৫ ৬:২১ ৬:৪১ PM
২৬ এপ্রিল ২০২৩ ৪:১০ AM ৪:৪৩ ৬:২১ ৬:৪১ PM
২৭ এপ্রিল ২০২৩ ৪:১০ AM ৪:৪২ ৬:২২ ৬:৪২ PM
২৮ এপ্রিল ২০২৩ ৪:০৯ AM ৪:৪১ ৬:২২ ৬:৪২ PM
২৯ এপ্রিল ২০২৩ ৪:০৮ AM ৪:৪০ ৬:২৩ ৬:৪৩ PM
৩০ এপ্রিল ২০২৩ ৪:০৭ AM ৪:৩৯ ৬:২৩ ৬:৪৩ PM
১ মে ২০২৩ ৪:০৬ AM ৪:৩৮ ৬:২৪ ৬:৪৪ PM
২ মে ২০২৩ ৪:০৫ AM ৪:৩৭ ৬:২৪ ৬:৪৪ PM

চুয়াডাঙ্গা জেলার আজকের রমজানের ইফতার ও সেহরির সময়সূচী

চুয়াডাঙ্গা জেলা ঢাকা থেকে সেহারির সময়  ৭ মি. বেশি এবং  ইফতারের সময়  ৬মি. বেশি

রমজান তারিখ বার সেহরী (AM) শেষ সময় ইফতার (PM) শুরু সময়
২৪ মার্চ শুক্রবার ৪:৪৬ ৬:২০
২৫ মার্চ শনিবার ৪:৪৫ ৬:২১
২৬ মার্চ রবিবার ৪:৪৩ ৬:২১
২৭ মার্চ সোমবার ৪:৪২ ৬:২২
২৮ মার্চ মঙ্গলবার ৪:৪১ ৬:২২
২৯ মার্চ বুধবার ৪:৪০ ৬:২৩
৩০ মার্চ বৃহস্পতিবার ৪:৩৯ ৬:২৩
৩১ মার্চ শুক্রবার ৪:৩৮ ৬:২৪
০১ এপ্রিল শনিবার ৪:৩৭ ৬:২৪
১০ ০২ এপ্রিল রবিবার ৪:৩৬ ৬:২৫
১১ ৩ এপ্রিল সোমবার ৪:৩৫ ৬:২৫
১২ ৪ এপ্রিল মঙ্গলবার ৪:৩৪ ৬:২৫
১৩ ৫ এপ্রিল বুধবার ৪:৩২ ৬:২৬
১৪ ৬ এপ্রিল বৃহস্পতিবার ৪:৩২ ৬:২৬
১৫ ৭ এপ্রিল শুক্রবার ৪:৩১ ৬:২৭
১৬ ৮ এপ্রিল শনিবার ৪:৩০ ৬:২৭
১৭ ৯ এপ্রিল রবিবার ৪:২৯ ৬:২৭
১৮ ১০ এপ্রিল সোমবার ৪:২৮ ৬:২৮
১৯ ১১ এপ্রিল মঙ্গলবার ৪:২৭ ৬:২৮
২০ ১২ এপ্রিল বুধবার ৪:২৬ ৬:২৯
২১ ১৩ এপ্রিল বৃহস্পতিবার ৪:২৫ ৬:২৯
২২ ১৪ এপ্রিল শুক্রবার ৪:২৩ ৬:২৯
২৩ ১৫ এপ্রিল শনিবার ৪:২২ ৬:৩০
২৪ ১৬ এপ্রিল রবিবার ৪:২১ ৬:৩০
২৫ ১৭ এপ্রিল সোমবার ৪:২০ ৬:৩০
২৬ ১৮ এপ্রিল মঙ্গলবার ৪:১৮ ৬:৩১
২৭ ১৯ এপ্রিল বুধবার ৪:১৭ ৬:৩১
২৮ ২০ এপ্রিল বৃহস্পতিবার ৪:১৬ ৬:৩২
২৯ ২১ এপ্রিল শুক্রবার ৪:১৫ ৬:৩২
৩০ ২২ এপ্রিল শনিবার ৪:১৪ ৬:৩৩

সেহরি খাওয়ার আগে ও পরে দোয়া

সেহেরি এবং ইফতার সময়ে নিম্নলিখিত দুটি দু’আ পড়া উচিত

সেহেরি খাওয়ার সময় দু’আ হল:

সেহরি খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন

সেহেরি খাওয়ার পড়ে দু’আ হল:

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।

অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতার আগে ও পরে যে দুআ পডবেন

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

অর্থ: হে আল্লাহ! তোমার জন্য আমি রোজা রাখি এবং তোমার রিয়াজে আমি ইফতার করি।

ইফতার খাওয়ার আগে ও পরের দুয়া আরো দেখুন

بِسْمِ الله – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতুওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।

অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।’ (আবু দাউদ, মিশকাত)

আরো দেখুনঃ সৌদি আরব (মদিনা) আজকের সেহরী এবং ইফতারের সময়সূচি ২০২৩