চট্রগ্রাম মেডিকেলে (CMC) রাজস্ব খাতে স্থায়ী পদে নিয়োগের লক্ষে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৩। নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা অনলাইনে আবেদন করতে পারেবেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সব চেয়ে বেশি নিবে অফিস সহায়ক পদে । এখানে এসএসসি পাস ৪০জন কে নিয়োগ দেওয়া হবে। আসুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে আপনাদের নিয়ম কানুন এখানে দেওয়া হয়েছে। আপনারা যাহারা আবেদন করতে আগ্রহী তাহারা পোষ্ট সম্পূর্ণ ভাবে পডুন।
চট্রগ্রাম মেডিকেলে (CMC) অনলাইন আবেদন
Available Posts
ট্রগ্রাম মেডিকেলে (CMC) বিভিন্ন পদে নিয়োগ সময়সূচী
- আবেদন শুরুঃ ১৯ ফ্রেব্রুয়ারি ২০২৩ সকাল ১০টা।
- আবেদন শেষ তারিখঃ ২১ মার্চ ২০২৩ বিকাল ৫টা।
- আবেদনকারীর বয়সঃ ১৩ ফ্রেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত ১৮ থেকে ৩০ বছর।
- আবেদন ফিঃ ১ নং পদের ফি ৩০০ টাকা । ২,৩ ও ৪ নং পদের জন্য ২০০টাকা এবং ৫ ও ৬নং পদের জন্য ১০০টাকা।
- অনলাইন আবেদনঃ http://cmc.teletalk.com.bd/
- পরীক্ষার সময়সূচীঃ এখনো প্রকাশিত হয় নাই।
চট্রগ্রাম মেডিকেলে (CMC) Online Apply
ক্রমিক নং | পদের নাম, গ্রেড ও বেতন স্কেল ২০১৫ অনুযায়ী | পদের সংখ্যা | দরখাস্ত গ্রহনের জন্য নিধারিত শেষ তারিখের বয়স সীমা | অনলাইন আবেদন |
০১ | ইমাম গ্রেড-১১ ১২৫০০-৩০২৩০ | ০১ | অনুর্ধ ৩০ বছর | Online Apply |
০২ | সাটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর গ্রেড-১৩ ১১০০০-২৬৫৯০ | ০১ | অনুর্ধ ৩০ বছর তবে বিভাগীয় প্রাথীদের বয়সসীমা ৪০ বছর । | Online Apply |
০৩ | স্টোর কিপার গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০ | ০১ | অনুর্ধ ৩০ বছর | Online Apply |
০৪ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০ | ০৫ | অনুর্ধ ৩০ বছর | Online Apply |
০৫ | টেক্রিডারমিস্ট গ্রেড-১৮ ৮৮০০-২১৩১০ | ০১ | অনুর্ধ ৩০ বছর | Online Apply |
০৬ | অফিস সহায়ক গ্রেড-২০ ৮২৫০-২০০১০ | ৪০ | অনুর্ধ ৩০ বছর | Online Apply |
চট্রগ্রাম মেডিকেলে (CMC) আবেদন নিয়মাবলী
চট্রগ্রাম মেডিকেলে (CMC) অফিস সহায়ক পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন পূরনের জন্য নিম্নলিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে:
চট্রগ্রাম মেডিকেলে (CMC) বিভিন্ন পদে আবেদন করুণ
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
- অভিজ্ঞতা: অভিজ্ঞতা বা কাজের অভিজ্ঞতা ছাড়া আবেদন গ্রহণ করা হবে না। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স: ১৮ থেকে ৩০ বছরের বয়সী আবেদনকারীদের মাত্র আবেদন গ্রহণ করা হবে।
- কম্পিউটার জ্ঞান: আবেদনকারী কম্পিউটার এবং অফিস সফটওয়্যার ব্যবহারে সক্ষম হতে হবে।
- ভাষা: আবেদনকারীকে বাংলা এবং ইংরেজিতে ভাষার কাজে সক্ষম হতে হবে।
- অনলাইন আবেদন ফরম পূরণ: সকল প্রয়োজনীয় তথ্য পূরন করতে হবে।
- ছবি ও স্ক্যান কপি: আবেদনকারীকে পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আবেদন করতে হবে। ছবির সাইজ ৩৫০ এক্স ৪৫০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইট থেকে কম হতে হবে।
- অনলাইন ফি পরিশোধ: অনলাইনে আবেদন করার পূর্বে আবেদনকারীকে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে। এই ফি পরিশোধ করা হবে অনলাইনে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থেকে।
- অনলাইন সাবমিট: সকল প্রয়োজনীয় তথ্য পূরণ এবং ফি পরিশোধ করার পর, অনলাইন আবেদন ফরম সাবমিট করতে হবে।
চট্রগ্রাম মেডিকেলে (CMC) অফিস সহায়ক পদে নিয়োগ SMS মাধ্যম ফি প্রধান করার নিয়মাবলী
চট্রগ্রাম মেডিকেলে (CMC) সকল পদে নিয়োগ আবেদন ফি প্রদানের জন্য আপনি আবেদনের ফরম পূর্ণ করার পর ফি পরিশোধ করতে পারেন SMS মাধ্যমে। নিচে এই পদকের জন্য অনলাইনে ফি প্রদানের নিয়মাবলী দেওয়া হলোঃ
১. আবেদন ফিঃ ১ নং পদের ফি ৩০০ টাকা । ২,৩ ও ৪ নং পদের জন্য ২০০টাকা এবং ৫ ও ৬নং পদের জন্য ১০০টাকা।
২. ফি পরিশোধ করতে হলে আপনার মোবাইল নাম্বার থেকে একটি SMS করতে হবে।
১। প্রথমে আপনাকে একটি SMS করতে হবে। এসএমএসটি নিম্নলিখিত ফরম্যাট অনুযায়ী হবে:
CMC<Space>User ID লিখে Send করতে হবে 16222 নাম্বারে।
দ্বিতীয় SMS- CMC<Space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নাম্বারে।
উদাহরণ: CMC YES 123456
এখানে, PIN হলো আপনার পিন নম্বর যা আপনি অনলাইনে আবেদন করার সময় পেয়েছেন।
২। আপনার পিন নম্বর দিয়ে একটি টাকা পরিমাণের ফি কেটে নেয়া হবে আপনার মোবাইল ব্যালেন্স থেকে।
৩। ফি প্রদান হলে, একটি রশিদ পাঠানো হবে আপনার মোবাইল নম্বরে। এই রশিদটি সংরক্ষণ করতে হবে কারণ এর সাহায্যে আপনি পরবর্তীতে যেকোনো কাজের জন্য লাগবে।
নতুন অনলাইন আবেদন করার পূর্বে নিম্নলিখিত বিষয়গুলি পরিক্ষা করতে হবে:
- আবেদনকারী আবেদনের জন্য উপযুক্ত পদে আছে কিনা তা যাচাই করতে হবে।
- আবেদনকারী যে পদে আবেদন করছেন, তার জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা আছে কিনা তা যাচাই করতে হবে।
- আবেদনকারীর বয়স, স্বাস্থ্যস্থিতি এবং নাগরিকত্ব সনদ সঠিক কিনা তা নিশ্চিত করতে হবে।
- আবেদনকারীর ফোন নম্বর এবং ইমেইল ঠিকানা সঠিক কিনা তা যাচাই করতে হবে।
আবেদন সম্পর্কিত কোন সমস্যা থাকলে অথবা কোন জিজ্ঞাসা থাকলে চট্রগ্রাম মেডিকেলের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনকারীরা সেখানে পরিচালকদের সাথে যোগাযোগ করতে পারেন।
CMC বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
CMC বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি
১. পরীক্ষার পাঠ্যবই ও সাজেশন কালেকশন সম্পর্কে জানুন: প্রথমে পরীক্ষার পাঠ্যবই ও সাজেশন কালেকশন নিয়ে জানতে হবে। পরীক্ষার পাঠ্যবইতে সম্পূর্ণ সিলেবাস দেওয়া থাকে এবং এটি পরীক্ষায় করনীয় সম্পর্কে উপযুক্ত ধারণা প্রদান করে। সাজেশন কালেকশনের মাধ্যমে আপনি পরীক্ষার সময় প্রশ্নগুলি সমাধান করতে পারবেন।
২. সময় পরিকল্পনা করুন: পরীক্ষার সময়সূচি পেয়ে থাকতে হবে এবং তা অনুসারে সময় পরিকল্পনা করতে হবে। পরীক্ষার সময়ের আগে আপনার সম্পূর্ণ সুস্থতা ও মানসিক তৈরী রাখতে হবে।
৩. পরীক্ষার পূর্বে সম্পূর্ণ প্রস্তুতি নিন: পরীক্ষার পূর্বে সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে।
৪। সঠিক পরীক্ষার সিলেবাস জেনে নিন: পরীক্ষার সিলেবাস অবশ্যই সম্পূর্ণ জানা দরকার। সিলেবাসে কোন একটা বিষয় হাল চালানো দরকার নেই। সেক্ষেত্রে পরীক্ষায় কোন একটা বিষয় উন্নয়ন করে দেওয়া যেতে পারে। এছাড়াও সিলেবাস থেকে প্রশ্নের ধরণ জেনে নিন।
৫। পূর্বের পরীক্ষা প্রশ্নপত্র দেখুন: পূর্বে চট্রগ্রাম মেডিকেলে নিয়োগ পরীক্ষা দিয়েছেন কি না তা জেনে নিন। যদি দেয়া হয় তাহলে পূর্বের পরীক্ষার প্রশ্নপত্র ডাউনলোড করে সেগুলো করে দেখুন। এটি আপনাকে সঠিক ধরণের প্রশ্ন উত্তর করতে সাহায্য করতে পারে।
পরীক্ষা দিতে যাওয়ার আগে চূডান্ত প্রস্তুতি নিতে ভিজিট করুণ এখানে