চট্রগ্রাম মেডিকেলে (CMC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ। আবেদন করুণ অনলাইনে

চট্রগ্রাম মেডিকেলে (CMC) রাজস্ব খাতে স্থায়ী পদে নিয়োগের লক্ষে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৪। নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা অনলাইনে আবেদন করতে পারেবেন। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সব চেয়ে বেশি নিবে অফিস সহায়ক পদে । এখানে এসএসসি পাস ৪০জন কে নিয়োগ দেওয়া হবে। আসুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে আপনাদের নিয়ম কানুন এখানে দেওয়া হয়েছে। আপনারা যাহারা আবেদন করতে আগ্রহী তাহারা পোষ্ট সম্পূর্ণ ভাবে পডুন।

চট্রগ্রাম মেডিকেলে (CMC) অনলাইন আবেদন

ট্রগ্রাম মেডিকেলে (CMC) বিভিন্ন পদে নিয়োগ সময়সূচী

  • আবেদন শুরুঃ ১৯ ফ্রেব্রুয়ারি ২০২৪ সকাল ১০টা।
  • আবেদন শেষ তারিখঃ ২১ মার্চ ২০২৪ বিকাল ৫টা।
  • আবেদনকারীর বয়সঃ ১৩ ফ্রেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত ১৮ থেকে ৩০ বছর।
  • আবেদন ফিঃ  ১ নং পদের ফি ৩০০ টাকা । ২,৩ ও ৪ নং পদের জন্য ২০০টাকা এবং ৫ ও ৬নং পদের জন্য ১০০টাকা।
  • অনলাইন আবেদনঃ cmc.teletalk.com.bd
  • পরীক্ষার সময়সূচীঃ  এখনো প্রকাশিত হয় নাই।

চট্রগ্রাম মেডিকেলে (CMC) Online Apply

ক্রমিক নংপদের নাম, গ্রেড ও বেতন স্কেল ২০১৫ অনুযায়ীপদের সংখ্যাদরখাস্ত গ্রহনের জন্য নিধারিত শেষ তারিখের বয়স সীমা
০১ইমাম  গ্রেড-১১ ১২৫০০-৩০২৩০০১অনুর্ধ ৩০ বছর
০২ সাটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর গ্রেড-১৩ ১১০০০-২৬৫৯০০১অনুর্ধ ৩০ বছর তবে বিভাগীয় প্রাথীদের বয়সসীমা ৪০ বছর ।
০৩স্টোর কিপার  গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০০১অনুর্ধ ৩০ বছর
০৪অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ ৯৩০০-২২৪৯০০৫অনুর্ধ ৩০ বছর
০৫টেক্রিডারমিস্ট গ্রেড-১৮ ৮৮০০-২১৩১০০১অনুর্ধ ৩০ বছর
০৬অফিস সহায়ক গ্রেড-২০ ৮২৫০-২০০১০৪০অনুর্ধ ৩০ বছর

চট্রগ্রাম মেডিকেলে (CMC) আবেদন নিয়মাবলী

চট্রগ্রাম মেডিকেলে (CMC) অফিস সহায়ক পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন পূরনের জন্য নিম্নলিখিত শর্তাবলী অনুসরণ করতে হবে:

চট্রগ্রাম মেডিকেলে (CMC) বিভিন্ন পদে আবেদন করুণ

  1. শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।
  2. অভিজ্ঞতা: অভিজ্ঞতা বা কাজের অভিজ্ঞতা ছাড়া আবেদন গ্রহণ করা হবে না। কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  3. বয়স: ১৮ থেকে ৩০ বছরের বয়সী আবেদনকারীদের মাত্র আবেদন গ্রহণ করা হবে।
  4. কম্পিউটার জ্ঞান: আবেদনকারী কম্পিউটার এবং অফিস সফটওয়্যার ব্যবহারে সক্ষম হতে হবে।
  5. ভাষা: আবেদনকারীকে বাংলা এবং ইংরেজিতে ভাষার কাজে সক্ষম হতে হবে।
  6. অনলাইন আবেদন ফরম পূরণ: সকল প্রয়োজনীয় তথ্য পূরন করতে হবে।
  7. ছবি ও স্ক্যান কপি: আবেদনকারীকে পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আবেদন করতে হবে। ছবির সাইজ ৩৫০ এক্স ৪৫০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইট থেকে কম হতে হবে।
  8. অনলাইন ফি পরিশোধ: অনলাইনে আবেদন করার পূর্বে আবেদনকারীকে নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে। এই ফি পরিশোধ করা হবে অনলাইনে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থেকে।
  9. অনলাইন সাবমিট: সকল প্রয়োজনীয় তথ্য পূরণ এবং ফি পরিশোধ করার পর, অনলাইন আবেদন ফরম সাবমিট করতে হবে।

চট্রগ্রাম মেডিকেলে (CMC) অফিস সহায়ক পদে নিয়োগ SMS মাধ্যম ফি প্রধান করার নিয়মাবলী

চট্রগ্রাম মেডিকেলে (CMC) সকল পদে নিয়োগ আবেদন ফি প্রদানের জন্য আপনি আবেদনের ফরম পূর্ণ করার পর ফি পরিশোধ করতে পারেন SMS মাধ্যমে। নিচে এই পদকের জন্য অনলাইনে ফি প্রদানের নিয়মাবলী দেওয়া হলোঃ

১. আবেদন ফিঃ ১ নং পদের ফি ৩০০ টাকা । ২,৩ ও ৪ নং পদের জন্য ২০০টাকা এবং ৫ ও ৬নং পদের জন্য ১০০টাকা।

২. ফি পরিশোধ করতে হলে আপনার মোবাইল নাম্বার থেকে একটি SMS করতে হবে।

১। প্রথমে আপনাকে একটি SMS করতে হবে। এসএমএসটি নিম্নলিখিত ফরম্যাট অনুযায়ী হবে:

CMC<Space>User ID লিখে Send করতে হবে 16222 নাম্বারে।

দ্বিতীয় SMS- CMC<Space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নাম্বারে।

উদাহরণ: CMC YES 123456

এখানে, PIN হলো আপনার পিন নম্বর যা আপনি অনলাইনে আবেদন করার সময় পেয়েছেন।

২। আপনার পিন নম্বর দিয়ে একটি টাকা পরিমাণের ফি কেটে নেয়া হবে আপনার মোবাইল ব্যালেন্স থেকে।

অনলাইন আবেদন করার পূর্বে নিম্নলিখিত নিয়ম গুলো জেনে নিন

  1. আবেদনকারী আবেদনের জন্য উপযুক্ত পদে আছে কিনা তা যাচাই করতে হবে।
  2. আবেদনকারী যে পদে আবেদন করছেন, তার জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা আছে কিনা তা যাচাই করতে হবে।
  3. আবেদনকারীর বয়স, স্বাস্থ্যস্থিতি এবং নাগরিকত্ব সনদ সঠিক কিনা তা নিশ্চিত করতে হবে।
  4. আবেদনকারীর ফোন নম্বর এবং ইমেইল ঠিকানা সঠিক কিনা তা যাচাই করতে হবে।

আবেদন সম্পর্কিত কোন সমস্যা থাকলে অথবা কোন জিজ্ঞাসা থাকলে চট্রগ্রাম মেডিকেলের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনকারীরা সেখানে পরিচালকদের সাথে যোগাযোগ করতে পারেন।

CMC বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি

পরীক্ষা দিতে যাওয়ার আগে চূডান্ত প্রস্তুতি নিতে ভিজিট করুণ এখানে