বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য নিয়োগ – ২০২৩ এর আবেদন ফরম
আবেদন ধাপ ১: সংক্ষিপ্ত তথ্য
BSMMU সুপার স্পেশালাইজড হাসপাতাল (SSH) পদ ৫৪৪ নিয়োগ আবেদন
২০২৩ সালের ২৫ জুলাই আবেদনকারীর বয়স প্রতিটি পদের বিপরীতে উল্লিখিত অনূর্ধ্ব বয়সের মধ্যে হতে হবে। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবেঃ আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে www.bsmmu.ac.bd ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
নং | পদের নাম | শিক্ষাগত যোগ্যতা | অনলাইন আবেদন |
০১ | কনসালট্যান্ট
পদের সংখ্যা – ৯৬ জন বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) বয়স: বয়স অনূর্ধ্ব ৪২ বছর। বিএসএমএমইউর সংশ্লিষ্ট বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। |
১। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে।
২। ক্লিনিক্যাল বিষয়ে বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি। ৩। নির্দিষ্ট বিষয়ে এমডি বা এমএস, এফসিপিএস/সিসিএম/ ডিএমআরটি/ডিএমআরডি/ডিএমপিএম/এমফিল অথবা সমমানের ক্লিনিক্যাল পোস্টগ্র্যাজুয়েট ৪। অ্যানেসথেসিয়ার ক্ষেত্রে এমডি, এফসিপিএস, এফএফএ, ডিপ্লোমা। |
Online Apply Click Here |
০২ | মেডিকেল অফিসার (মেডিসিন, সার্জারি, গাইনি, অর্থোপেডিকস)
পদসংখ্যা: ৬০ বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) |
১। বিএমডিসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস বা সমমান ডিগ্রি।
২। বিএমডিসি কর্তৃক স্থায়ী রেজিস্ট্রেশনপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থী ও বিএসএমএমইউ থেকে প্রাপ্ত পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স: বয়স অনূর্ধ্ব ৩২ বছর। বিভাগীয় ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। |
Online Apply Click Here |
০৩ | সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ২২৫ বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) |
১। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে)।
বয়স: বয়স অনূর্ধ্ব ৩০ বছর। |
Online Apply Click Here |
৩৫ | এমএলএসএস
পদসংখ্যা: ১৫ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) |
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার পোষ্যের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর। |
Online Apply Click Here |
৩৬ | পেশেন্ট কেয়ার অ্যাটেনডেন্ট (ওয়ার্ড বয়)
পদসংখ্যা: ২০ বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০) |
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। আইসিইউ/ সিসিইউ/ পিআইসিইউ/ ইমারজেন্সি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়স অনূর্ধ্ব ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার পোষ্যের ক্ষেত্রে অনূর্ধ্ব ৩২ বছর। |
Online Apply Click Here |

প্রার্থীকে নিম্নোক্ত নির্দেশাবলী অনুসরণ করতে হবেঃ
সরাসরি আবেদন করতে ক্লিক করুণ
আবেদন কারী প্রার্থীকে যেসকল নির্দেশাবলী অনুসরণ করতে হবে তা জেনে নিন |
০১. পূবালী ব্যাংক লিমিটেডের যে কোন অনলাইন শাখা থেকে “রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়”, একাউন্ট নাম্বার “STD-430” -তে গ্রেড-০৪ হইতে গ্রেড-১০ পর্যন্ত পদের বিপরীতে আবেদনকৃত প্রার্থীগণকে ১২০০/- (এক হাজার দুইশত) টাকা এবং গ্রেড-১১ হইতে গ্রেড-২০ পর্যন্ত পদের বিপরীতে আবেদনকৃত প্রার্থীগণকে ১০০০/- (এক হাজার) টাকা আগামী ০৪ জুলাই থেকে ২৪-০৭-২০২৩ ইং সোমবার পর্যন্ত জমা দেয়া যাবে । |
০২. টাকা জমা দেওয়ার পরবর্তী দিন থেকে ২৫-০৭-২০২৩ ইং তারিখ বেলা ০২টা ৩০মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। |
০৩. আবেদনপত্রে যা যা স্ক্যান করে আপলোড করতে হবেঃ |
(ক) সদ্যতোলা পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি । (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে) ২৪০X২৪০ পিক্সেল |
(খ) স্বাক্ষর ছবি ৩০০X৮০ পিক্সেল |
(গ) টাকা জমার ব্যাংক রশিদ । |
(ঘ) মুক্তিযোদ্ধা সনদ (মুক্তিযোদ্ধার পোষ্য প্রার্থীদের জন্য প্রযোজ্য ) । |
০৪. প্রার্থীকে নিম্নলিখিত তিনটি ধাপে আবেদনপত্র পূরণ করতে হবেঃ |
ধাপ ১ : সাইন আপ (সংক্ষিপ্ত তথ্য)। |
ধাপ ২ : ব্যক্তিগত তথ্য ও ৩নং ক্রমিকে উল্লেখিত স্ক্যান কপি আপলোড করতে হবে । |
ধাপ ৩ : শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্যাবলী পূরণ করতে হবে। |
০৫. প্রয়োজনীয় সকল তথ্য প্রদান করার পরে, “আবেদনপত্র সংশোধন করুন” বাটনে ক্লিক করে সম্পাদনা / সংশোধন করতে পারবেন কিন্তু একবার “চূড়ান্ত জমা দিন” বাটনে ক্লিক করা হলে, সম্পাদনা / সংশোধন করার কোন সুযোগ থাকবে না । |
০৬. আবেদনপত্রে বাংলায় টাইপ করার ক্ষেত্রে বিজয় বায়ান্নো অথবা অভ্র সফটওয়্যার ব্যবহার করুন। |