সরকারী ও মিডওয়াইফারি [বিএসসি নার্সিং] ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ও রেজাল্ট ২০২৩

বিএসসি নার্সিং এর ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল ২০২৩। সরকারি নার্সিং কলেজ গুলোতে বিএসসি নার্সিং এর ভর্তি পরীক্ষা ২৬ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। নার্সিং এর ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এবং ফলাফল প্রকাশিত হবে । আপনি যদি নার্সিং এর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন তাহলে MCQ আকারে নেওয়াল এই পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে দেখতে পারবেন। আসুন সহজে এখান থেকে বেশি নার্সিং এর ভর্তি পরীক্ষার ফলাফল দেখে নিন। আরো দেখুনঃ নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা রেজাল্ট। কত মার্ক পেয়েছেন জেনে নিন ২০২৩

B.Sc In Nursing Admission Test প্রশ্ন সমাধান ২০২৩

আরো দেখুনঃ

সরকারী ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার বিএসসি নার্সিং প্রশ্ন সমাধান ও রেজাল্ট ২০২৩ দেখতে ক্লিক করুণ

[ডিপ্লোমা ইন] সরকারী নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান ও রেজাল্ট ২০২৩ ক্লিক করুণ

সাধারণ জ্ঞান
১) সর্ব দক্ষিণের দ্বীপ – ছেরা দ্বীপ
২) জাপানকে কিসের দেশ বলা হয়? – উদীয়মান সূর্যের দেশ
৩) ডিজিটাল বাংলাদেশ ঘোষণা কবে দেন? – ২০২১ সালের ১২ ডিসেম্বর
বিব্রেইনার
৪) শেখ রাসেল দিবস কবে? – ১৮ অক্টোবর
৫) বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? – ভুটান
৬) সাগরকন্যা বলা হয় কোন জেলাকে?- পটুয়াখালী ( কুয়াকাটা )
৭) ভারতের কোন জায়গায় বাংলা ভাষায় কথা বলা হয়? – কলকাতা
8.আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? – ফ্রান্সের প্যারিসে
9) বাংলা সনের প্রবর্তক কে? – আকবর ( ডিপ্লোমা )

১০) রাষ্ট্রপতির অবর্তমানে কে দায়িত্ব পালন করে?- স্পীকার

১১) বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কি? – পদ্মা সেতু

সাধারণ বিজ্ঞান
১) অগ্নি নির্বাপক রূপে কাজ করে কোনটি? – CO2
২) তুঁতের রাসায়নিক সংকেত হচ্ছে CuSO4.5H2O

বাংলাঃ
———
১) শরৎচন্দ্রের মুদ্রিত প্রথম রচনা কোনটি? – মন্দির যা একটি গল্প
২) দম্পতি= জয়া ও পতি কোন সমাস? – দ্বন্দ্ব
৩) কাজী নজরুলকে কি ধরনের কবি বলা হয়? – বিদ্রোহী কবি বা জাতীয় কবি
৪) সূর্যের প্রতিশব্দ নয় কোনটি?
৫) রাষ্ট্রপতি কোন লিঙ্গ? – উভয় লিঙ্গ
৬) কিংবদন্তী অর্থ? বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ ব্যক্তি বা ব্যাক্তির কাজ।
৭) চশমা কোন ভাষার শব্দ? – ফারসি

গণিত

১) সমকোণী এিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য ৬ হলে ছোট কোণ?

সরকারী ও মিডওয়াইফারি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান

বিএসসি নার্সিং এর ভর্তি পরীক্ষার এমসিকিউ আকারে নেওয়া হয়েছে এবং আপনার এসএসসি ও এইচএসসি নাম্বার উপর ৫০ মার্ক এবং এমসিকিউ প্রশ্নের উপরে ১০০ মার্ক মোট ১৫০ মার্কেট উপরে ভর্তি পরীক্ষা নেওয়া হয় এবং তার মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হবে । তাই ১০০ মার্কের এমসিকিউ প্রশ্নের মধ্যে আপনার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা আপনার জানা খুবই জরুরী তার জন্য পরীক্ষা শেষে কেবলমাত্র এখান থেকে আপনারা বিএসসি নার্সিং এর প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন।

বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান

আসুন এখান থেকে নার্সিং এর উপরের ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর দেখি ।যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মূলত এ ভর্তি পরীক্ষায় রসায়ন পদার্থ গণিত প্রশ্ন করা হয়ে থাকে । এছাড়াও বাংলা, ইংরেজি , সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন থাকে এখান থেকে দেখুন প্রশ্নের সঠিক সমাধান।

সরকারী নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

  • আবেদন শুরু –  ১৫ মার্চ ২০২৩
  • আবেদনের শেষ তারিখ – ১৩ এপ্রিল ২০২৩
  • টাকা জমাদানের শেষ তারিখ  –  ১৫ এপ্রিল ২০২৩
  • আবেদন ফি – ৭০০ টাকা (নার্সিং) / ৫০০ টাকা (মিডওয়াইফারি)
  • ভর্তি পরীক্ষা  – ২৬ মে ২০২৩ ( সকাল ১০ টা)

ভর্তি পরীক্ষার মানবন্টন

১৫০ নম্বরের ভিত্তিতে ভর্তির জন্য প্রার্থী নির্বাচন করা হবে । তার মধ্যে ১০০ নম্বরের এমসিকিউ এবং সময় থাকবে ১ ঘন্টা । আর বাকি ৫০ নম্বর জিপিএ – এর জন্য বরাদ্দ থাকবে । ভর্তি পরীক্ষার ৪০ এর কম নম্বর পেলে তাকে অকৃতকার্য হিসেবে বিবেচনা করা হবে ।

বিএসসি ইন নার্সিং
  • বাংলা- ২০
  • ইংরেজী – ২০
  • গনিত – ১০
  • বিজ্ঞান (রসায়ন, জীব বিজ্ঞান,রসায়ন)- ৩০
  • সাধারন জ্ঞান – ২০

সারাদেশের ১০০ টি প্রতিষ্ঠানে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি -এর জন্য মোট ৪৯৮০ টি আসন রয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী এ সংখ্যা আরো বাড়ানো হতে পারে ।

  • বিএসসি ইন নার্সিং – ১২০০ টি
  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি- ২৭৩০ টি
    ডিপ্লোমা ইন মিডওয়াইফারি -১০৫০ টি

বিএসসি নার্সিং বাংলা সাজেশন

বাংলায় মার্ক থাকবে ২০

১.সাহিত্যিকদের প্রকৃত নাম ,ছদ্ম নাম,উপাধি
২.পত্র পত্রিকা ও সম্পাদকের নাম
৩.বাংলা সাহিত্য
৪.বাংলাদেশের বিভিন্ন কবি ও সাহিত্যিকদের পরিচয় ও তাদের সাহিত্যকর্ম
৫.বাংলা ব্যাকারণ(কারক,বিভক্তি ,সমাস,পদ,অনুসর্গ,বাক্য,ধ্বনি,বর্ণ,শব্দ,সন্ধি,প্রকৃতি ও প্রত্যয়,সমার্থক শব্দ,ইত্যাদি বিষয়গুলো ভালো ভাবে পড়তে হবে)

বিএসসি নার্সিং গণিত সাজেশন

বিএসসি নাসিং ভর্তি পরীক্ষায় গণিত খুবই গুরুত্বপুর্ণ একটি বিষয়।গণিতে ১০ মার্ক
১.মৌলিক সংখ্যা,কৃত্রিম সংখ্যা,বিভাজ্যতা,
২.মূলদ ও অমূলদ সংখ্যা
৩.ভগ্নাংশ,শতকরা
৪.ঐকিক নিয়ম
৫.ল.সা.গু এবং গ.সা.গু
৬.লাভ ক্ষতি
৭.সুদ-কষা,গড়
৮.বীজগণিতের বিভিন্ন সুত্রগুলো ভালো করে পড়তে হবে।
৯.উৎপাদকে বিশ্লেষণ,ধারা
১০.সুত্র থেকে মান নির্ণয় ইত্যাদি
১১.জ্যামেতির মৌলিক ধারণা
১২.সামান্তরিক,আয়ত,রম্বস,বর্গ,ইত্যাদি সংঙ্গা
১৩.বিভিন্ন প্রকার কোন কাকে বলে,কোনের মান
১৪.বিভিন্ন প্রকার ত্রিভুজ এর সংঙ্গা
১৫.বৃত্ত

বিএসসি নার্সিং সাধারণ জ্ঞান সাজেশন

বিএসসি নাসিং ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে ২০মার্কের প্রশ্ন হবে।
১.বাংলাদেশ,বাংলাদেশের ইতিহাস
২.মহান মুক্তিযুদ্ধ,বাংলাদেশের সংবিধান,বাংলাদেশের সরকার ব্যাবস্থা
৩.বাংলাদেশের জনসংখ্যা ,বাংলাদেশের অর্থনীতি,শিল্প ও বাণিজ্য,
৪.বাংলাদেশের জাতীয় বিষয়াবলি,পৃথিবী ও মহাদেশ পরিচিতি
৫.প্রাচীন সভ্যতা,অতি সাম্প্রতিক ঘটনাবলি,
৬.স্বাস্থ্য সম্পর্কিতো তথ্যাবলি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭.করোনা ভাইরাস
জীব বিজ্ঞান
১.বিজ্ঞাণীদের পরিচয় ও আবিষ্কার,কোষ ও কোষ এর গঠন,কোষ বিভাজন,কোষ রসায়ন,অণুজীব,শৈবাল ও ছত্রাক,
২.নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ,উদ্ভিদ শরীর তত্ত¡,প্রাণীর পরিচিতি ,কলা,টিস্যু,মানবদেহ,জীনতত্ত¡,চিকিৎসা বিজ্ঞান
৩.খাদ্য ও পুষ্টি,বিভিন্ন রকমের সংক্রামক রোগ,রক্তের গুপ,কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় ,ব্যাকটেরিয়া ইত্যাদি
পদার্থ বিজ্ঞান
১.রাশি,পরিমাপ,বলবিদ্যা,নিউটনের গতি সুত্র,বল,মহাকর্ষ, অভিকর্ষ,পড়ন্ত বস্তুর সুত্র,ক্ষমতা ,শক্তি,তাপের শোষন বিকিরণ,আপেক্ষিক তাপ,আলোর প্রতিফলণ ,বিভিন্ন প্রকার যন্ত্র,নিউক্লিয়ার ফিশন ফিউশন,ইত্যাদি বিষয়গুলো পড়তে হবে
রসায়ণ বিজ্ঞান
১.পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন
২.মৌল ও প্রতীক
৩.পরমানুর গঠন
৪.পারমানবিক সংখ্যা,ধাতব পদার্থ,অধাতব পদার্থ,নিক্রিয় গ্যাস,
৫.এসিড ,ক্ষার,লবণ,তড়িৎ কোষ

সরকারী এবং মিডওয়াইফারি (বিএসসি নার্সিং) ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখবেন যেভাবে

সরকারী এবং মিডওয়াইফারি (বিএসসি নার্সিং) ভর্তি পরীক্ষার ফলাফল পেতে আপনার প্রথমেই পরীক্ষা করার সরকারি অফিসিয়াল ওয়েবসাইট bnmc.gov.bd দেখতে পারেন। প্রতিটি পরীক্ষার জন্য একটি পরীক্ষা করার সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থাকে যেখানে ফলাফল প্রকাশিত হয়। সাধারণত, পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য কিছুটা সময় লাগতে পারে এবং ফলাফল প্রকাশিত হওয়ার পরে আপনি এই ওয়েবসাইটে যাওয়া উচিত যেখানে সঠিক ফলাফল দেখতে পারবেন।

সরকারী এবং মিডওয়াইফারি (বিএসসি নার্সিং) ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে ক্লিক করুণ

আপনি অফিসিয়াল ওয়েবসাইটের পরিদর্শন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফলাফল বিভাগে সন্ধান করুন। সাধারণত, ফলাফল প্রকাশিত হওয়ার পরে এই সেকশনে আপনি একটি নোটিশ দেখতে পাবেন। যেখানে আপনার রোল নম্বর বা অন্যান্য আইডি প্রদান করতে বলা হবে। আপনি আপনার রোল নম্বর বা অন্যান্য আইডি প্রদান করে ফলাফল দেখতে পারবেন। ফলাফল প্রকাশিত হওয়ার পরে সাধারণত ফলাফল পিডিএফ ফরম্যাটে প্রদান করা হয় যা আপনি ডাউনলোড করতে পারেন।

সর্বাধিক নিশ্চিত হওয়ার জন্য, আপনি আপনার বিদ্যালয়ের অফিস বা পরীক্ষার সংস্থার সাথে যোগাযোগ করে পরীক্ষার ফলাফলের জন্য সঠিক নির্দেশনা পেতে পারেন।