[প্রশ্ন-সমাধান] বুকিং সহকারী গ্রেড-২ MCQ পরীক্ষা ২০২৪-বাংলাদেশ রেলওয়ে

রেলওয়ে মন্ত্রণালয় বুকিং সহকারি নিয়োগ পরীক্ষা প্রশ্ন উত্তর ২০২৪ঃ বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হয়ে থাকে এর মধ্যে সবচাইতে বড় যে সকল পদ তার মধ্যে বুকিং সহকারী গ্রেট ২। এই পদটি হচ্ছে অনেক বড় একটি পদ এখানে প্রতিবছর অনেক জনবল নিয়োগ দেওয়া হয়ে থাকে । আপনারা যারা বুকিং সহকারী গ্রেড টু পদে আবেদন করেছেন আশা করি আজকের ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০টা থেকে নেওয়া পরীক্ষা আপনারা অংশগ্রহণ করবেন। যদি আপনার পরীক্ষা ভালো হয় এবং উত্তীর্ণ হতে পারলে আপনাকে ভাইবা পরীক্ষায় ঢাকা হবে । যেহেতু ৭০ মার্কের পরীক্ষা হবে তাই সময় ধরা হয়েছে ১ ঘন্টা ৩০ মিনিট আপনারা যাহারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন । পরীক্ষা শুরু হওয়ার পর কাউকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না ।

রেলওয়ে মন্ত্রণালয়ের বুকিং সহকারী প্রশ্ন সমাধান

রেলওয়ে মন্ত্রণালয়ে প্রায় এক লক্ষ ৬০ হাজারের অধিক পরীক্ষাটি অংশগ্রহণ করবে ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে । পরীক্ষা শেষে আপনারা যারা বুকিং সহকারীর প্রশ্ন সমাধান দেখতে আগ্রহী তার জন্য একটু অপেক্ষা করতে হবে, পরীক্ষা শেষে আমরা প্রশ্ন সমাধান করব তারপর আমাদের এই সাইটে আপলোড করে দেওয়া হবে । আশা করি আপনারা এখান থেকে প্রশ্ন-উত্তর সমূহ মিলিয়ে দেখতে পারবেন । প্রশ্ন সমাধান দেখার পর আপনি বুঝতে পারবেন যে আপনার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে । আসুন আজকের পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তর গুলো আমরা এখান থেকে মিলিয়ে নেই এবং নিশ্চিন্ত হতে পারবেন আপনি রেলের বুকিং সহকারী পদে নিয়োগ পরীক্ষার পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবেন কিনা।

রেলওয়েবুকিং সহকারী প্রশ্ন সঠিক উত্তর ডাউনলোড পিডিএফ

বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ নিয়োগ পরীক্ষা-২০২৪ –

  • রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ আবেদনঃ ০৭ এপ্রিল ২০২২ থেকে ১৭ মে ২০২২
  • রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ বাচাই পরীক্ষাঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৪ সময় ১০ঃ০০ থেকে ১১ঃ৩০মি পর্যন্ত
  • রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ পদের সংখ্যাঃ ১৫৩টি
  • রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ পরীক্ষার আবেদন সংখ্যাঃ ১,৬৪,৮৩১জন
  • রেলওয়ে বুকিং সহকারী গ্রেড-২ পরীক্ষার রেজাল্টঃ br.teletalk.com.bd/brba/রেজাল্ট

রেলওয়েবুকিং সহকারী প্রশ্ন সঠিক উত্তর ডাউনলোড পিডিএফ

বুকিং সহকারী গ্রেড-২ পরীক্ষার প্রশ্ন-সমাধান ২০২৪

৩৭. he has learnt a poem by heart change

৩৮। রঞ্জু সর্পজ্ঞান বাগধারাটির অর্থ কি উত্তরঃ বিভ্রন

৩৯। ইকারুস ভাস্কর্র ভাস্কর্য কে? উত্তর  নভেরা আহমেদ

রেলওয়ে পরীক্ষার বুকিং সহকারী গ্রেড-২ পরীক্ষার মান বন্টন

পরীক্ষার নামপরীক্ষার বিষয়পরিক্ষার নম্বরসর্ব নিম্ন পাস নম্বরসময়
লিখিত/MCQবাংলা২০৫০%৯০ মিনিট
ইংরেজি২০
গনিত২০
সাধারন জ্ঞান১০
মোট৭০
মোখিক পরীক্ষা৩০কোটা=৮৫% এরা পাস করলেই ভাইভা সুযোগ পায়
সর্ব মোট১০০

বুকিং সহকারি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দেখুন

আপনারা যারা রেলওয়ে বুকিং সহকারী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের প্রশ্ন সম্পর্কে আমি ইতিমধ্যেই আপনাকে ধারণা দিয়েছি। এখানে, যেহেতু পরীক্ষাটি সংক্ষিপ্ত প্রশ্নের আকারে নেওয়া হবে, তাই প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর কীভাবে দিতে হবে এবং পরীক্ষায় কত নম্বর থাকবে তা জানতে আপনাকে ১ ঘন্টা ৩০ মিনিট সময় দেওয়া হবে পূর্ণ মার্ক থাকবে ৭০। নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দিতে হবে।

  • বাংলা বিষয়ের সঠিক প্রশ্ন সমাধান পিডিএফ
  • ইংরেজি প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • গণিত বিষয়ের সঠিক প্রশ্ন সমাধান পিডিএফ
  • সাধারণ জ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর পিডিএফ