দ:কোরিয়া ইপিএস [শিপ বিল্ডিং] অনলাইন রেজিস্ট্রেশন এবং ফি প্রদান ২০২৩

বাংলাদেশ থেকে বোয়েসেল এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া শিপ বিল্ডিং পদে কর্মী নিয়োগ অনলাইন রেজিস্ট্রেশন “eps.boesl gov bd” ওয়েবসাইট অনলাইন নিবন্ধনের ২৪ জুলাই ২০২৩ তারিখ সকাল ১০টা থেকে শুরু। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে অনলাইনে নিবন্ধন করা সম্ভব:

eps.boesl gov bd অনলাইন আবেদন ক্লিক করুণ

প্রাথমিক নিবন্ধন ৩০০০ জন প্রাথী প্রাথমিক নিবন্ধন সম্পূর্ণ হলে সয়ংক্রিয় ভাবে বন্ধ করে দিবে। আবেদন পুরনপূরবক ২৪৬৪ চূডান্ত নিবন্ধন করতে পারবেন। আবেদন ফি ধরা হয়েছে ২৮ মার্কিন ডলার। যাহা বিকাশ এর মাধ্যমে ৩১০০টাকা+নিধারিত অনলাইন ফি ৫০০/- টাকা মোট ৩৬০০/- + বিকাশ চার্জ ৪১.৪০টাকা অফেরতযোগ্য  বিকাশ এপস এর মাধ্যমে প্রদান সাপেক্ষে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।

  কোরিয়া শিপ বিল্ডিং নিয়োগ আবেদন ক্লিক করুণ

দক্ষিণ কোরিয়া শিপ বিল্ডিং অনলাইন নিবন্ধন ২০২৩ 

ধাপ ১: ওয়েবসাইটে লগ ইন অথবা রেজিস্ট্রেশন করুন। প্রথমে “eps.boesl gov bd” ওয়েবসাইটে যাওয়া যাক। এই সাইটে নতুন ব্যবহারকারী হিসাবে রেজিস্ট্রেশন করতে পারেন।

ধাপ ২: অনলাইন নিবন্ধনের জন্য আপনাকে অনলাইন নিবন্ধনের পৃষ্ঠায় পৌঁছাতে হবে। সেখানে সমস্ত আপনার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রবেশ করাতে কয়েকটি ফার্ম পূরণ করতে হবে। সাধারণভাবে নিম্নলিখিত তথ্য অনুরোধ করা হতে পারে:

  • নাম
  • জন্ম তারিখ
  • জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট নম্বর
  • পাসপোর্ট ইস্যু তারিখ ও এক্সপায়ার তারিখ।
  • এসএসসি সার্টিফিকেট অথবা কারিগরী সার্টিফিকেট
  • পাসপোর্ট স্ক্যান কপি

ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন। অনলাইন ফর্ম পূরণের পরে, আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে বলা হতে পারে, যা আপনার সন্তুষ্টি হওয়া পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়। এটি আপনার পরিষ্কার কাগজপত্র, ছবি ইত্যাদি থাকতে পারে।

ধাপ ৪: নিবন্ধন সম্পন্ন করুন আপনার আবেদন ফি বিকাশ এর মাধ্যমে দিতে হবে।

আপনি যদি “eps.boesl gov bd” ওয়েবসাইটে অনলাইন নিবন্ধনের সম্পর্কে আরও তথ্য পেতে চান। তা হলে নিচে ভিজিট করুণ।

eps boesl gov bd রেজিস্ট্রেশন 2023

দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় শিপবিল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ সংক্রান্ত বিজ্ঞপ্তি

আবেদন যোগ্যতাঃ

দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় শিপবিল্ডিং খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা:
১। কোরীয় ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে (এ সংক্রান্ত সনদ আবশ্যক);
২। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ জুলাই ২৫, ১৯৮৪ থেকে জুলাই ২৪, ২০০৫ এর মধ্যে হতে হবে);
৩। শিপবিল্ডিং খাতে নির্ধারিত প্রশিক্ষণ ও ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতার সনদ থাকতে হবে;
৪। শিপবিল্ডিং খাতে যে কোনো কাজ করার আগ্রহ থাকতে হবে;
৫। পাসপোর্ট-এর মেয়াদ ২৫ জুলাই ২০২৩ পর্যন্ত হালনাগাদ থাকাতে হবে;
৬। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৭। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে মার্জিত হতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যামুক্ত হতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধ অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। ইপিএস-এর আওতায় বর্তমানে রোস্টারভুক্তগণ অযোগ্য বলে বিবেচিত হবেন
১৩। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৪। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
বর্ণিত শর্ত পূরণে সক্ষম নন এমন কেউ আবেদন করলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে এবং নির্ধারিত বছরের জন্য ইপিএস কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না মর্মে কালো তালিকাভুক্ত করা হবে।