“চূড়ান্ত নিবন্ধন: আগামী ১৩ জুন ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। চূড়ান্ত নিবন্ধনকারীদের, অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের, ব্যক্তিগত পরীক্ষা খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে প্রবাসী কল্যাণ ভবনের নির্ধারিত ইউবিটি হলে। চূড়ান্ত নোটিশ শীঘ্রই প্রকাশিত হবে এই সংক্রান্তে। এই বিষয়টি প্রচারের জন্য সমস্তকে অনুরোধ করা হচ্ছে।”
দক্ষিণ কোরিয়ায় ইপিএস ২০২৩ চূডান্ত রেজাল্ট
দক্ষিণ কোরিয়ায় ইপিএস ২০২৩ চূডান্ত সময়সূচী
কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি)’তে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ ও নির্দেশিকা
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে BOESL ১১ ই জুন ২০২৩ তারিখে প্রাথমিক নিবন্ধন বাছাইকৃত লটারি রেজাল্ট প্রকাশিত করেছে। লটারি পর চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম করার লক্ষ্যে ২০ হাজার জনপ্রার্থীকে চূড়ান্ত নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়েছে । মোট ২০ হাজার নিবন্ধনকৃত না পেলে অপেক্ষা থেকে নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন হবে এবং এই নিবন্ধন কার্যক্রম আগামী ১৩ই জুন থেকে ২২ জুন ২০২৩ তারিখে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন হবে। ২৩ শে জুন ২০২৩ তারিখ শুক্রবার সকাল ১১ টা থেকে অপেক্ষমান তালিকায় নেওয়া হবে।
আরও দেখুনঃ BOESL [চূড়ান্ত নিবন্ধন] করবেন যেভাবে দক্ষিণ কোরিয়ায় ইপিএস ২০২৩
উপরে উল্লেখিত বিজ্ঞপ্তিটি একটি চূড়ান্ত নোটিশ যা ১৩ জুন ২০২৩ তারিখ থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হবে এবং চূড়ান্ত নিবন্ধনকারীদেরকে প্রবাসী কল্যাণ ভবনের নির্ধারিত ইউবিটি হলে ব্যক্তিভিত্তিক পরীক্ষায় উপস্থিত হতে হবে। বিজ্ঞপ্তিটির নির্ধারিত তারিখে প্রকাশিত হবে। এটি প্রচারের জন্য সমস্তকে অনুরোধ করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ায় ইপিএস ২০২৩ চূডান্ত নিবন্ধন
দক্ষিণ কোরিয়ায় ইপিএস ২০২৩
দক্ষিণ কোরিয়ায় ইপিএস-এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগের লক্ষ্যে কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন-২০২৩ (লটারি)’তে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা. | ||||
চূড়ান্ত নিবন্ধন শুরু হবে আগামী ১৩ জুন ২০২৩ খ্রি. তারিখ সকাল ৮.৩০ থেকে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্যসহ নোটিশ অদ্য বিকাল ৪ ঘটিকার মধ্যে প্রচার করা হবে। নিম্নবর্ণিত অপেক্ষমাণ ৭০০০ জনসহ মোট ২৭,০০০ (সাতাশ হাজার) জন (মূল তালিকা: ক্রমিক নং ১ থেকে ২০০০০ এবং অপেক্ষমাণ তালিকা ক্রমিক নং ২০০০১ থেকে ২৭০০০ পর্যন্ত) |
BOESL Lottery Result 2023
Primary Registration Date of EPS-TOPIK | : | 06 June – 08 June 2023 |
Lottery Draw and Result | : | 11 June, 2023 11am, অনলাইনে বিকাল ৪টা |
Final Registration of EPS-TOPIK | : | 13 June, 2023 |
Examination Date (As per Individuals) | : | 3rd April, 2023 |
EPS-TOPIK Program Date | : | 25 July – 13 September, 2023 |
EPS-TOPIK Final Result | : | 22 Sep, 2023 |