বাংলাদেশ থেকে বোয়েসেল এর মাধ্যমে ২০২৪ সালে দক্ষিণ কোরিয়া কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ০৬ তারিখে সোশ্যাল মিডিয়া মাধ্যমে এই তথ্য জানিয়েছে বোয়েসেল কর্তৃপক্ষ। ২০২৪-এ দক্ষিণ কোরিয়া অনেক জনবল সঙ্কট রয়েছে, তাই শুধু মাত্র ভাষা পরীক্ষার মাধমেই একজন বাংলাদেশি দক্ষিণ কোরিয়া গিয়ে মাসে ১.৫ থেকে ২ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন।
দক্ষিণ কোরিয়া ১০,৭০৫ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত ভিজিট করুণ
২০২৪ সালে ইপিএস কর্মী গ্রহণের জন্য বাংলাদেশ থেকে বার্ষিক কোটা ১০৭০৫ জন নিদ্ধারন করা হয়েছে। ইপিএস-এ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ও রোস্টারে সময় লাগে ন্যূনতম ৬-৯ মাস বিধায় ২০২৪ নির্বাচন কার্যক্রম শিঘ্রই শুরু হবে। উক্ত কার্যক্রমের প্রস্তুতি চলছে। প্রস্তুতি শেষে বোয়েসেল এর ওয়েবসাইট ও এ পেইজে বিজ্ঞাপন প্রচার করা হবে। সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হলো।
BOESL মাধ্যমে কর্মী নিয়োগ খাত ভিত্তিক কর্মী সংখ্যা ২০২৪
- শিল্পখাতে ৭৪৬৫,
- মৎস্য খাতে ১৮৭৭,
- কনস্ট্রাকশন খাতে ১০৫৯ এবং
- জাহাজ নির্মাণ শিল্পে ৩০৪
আরও দেখুনঃ ইপিএস টপিক ইউবিটি পরীক্ষায় ভালো করার উপায় জেনে নিন।
BOESL মাধ্যমে দক্ষিণ কোরিয়া কর্মী নিয়োগ এর সময়সূচী ২০২৪
- BOESL মাধ্যমে দক্ষিণ কোরিয়া কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিঃ ফেব্রুয়ারি ২০২৪
- EPS-TOPIK-এর UBT প্রাথমিক নিবন্ধনের তারিখ: মার্চ ২০২৪
- EPS-TOPIK-এর UBT লটারি ড্র এবং ফলাফল: মার্চ ২০২৪ সকাল ১১ টা
- ইপিএস-টপিকের চূড়ান্ত নিবন্ধন: মার্চ ২০২৪
- EPS-TOPIK-এর UBT পরীক্ষার তারিখ (ব্যক্তি অনুযায়ী): এপ্রিল, ২০২৪
- ইপিএস-টপিক চূড়ান্ত ফলাফল: জুন ২০২৪
EPS-TOPIK-এর UBT প্রাথমিক আবেদন করবেন যেভাবে
দক্ষিণ কোরিয়া প্রতিবছর বাংলাদেশ থেকে অনেক কর্মী নিয়ে থাকে তারই ধারাবাহিকতায় ২০২৪ সালকে সামনে রেখে নতুন কর্মী নিয়োগের তালিকা প্রকাশ করেছে। ইপিএস বোয়েসেল এর মাধ্যমে মূলত এই কর্মী নিয়োগ সম্পন্ন করে থাকে তার জন্য প্রাথমিকভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, আপনার যদি এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে সার্টিফিকেট থাকে এবং দক্ষিণ কোরিয়ান ভাষা দক্ষতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার একটি নির্দিষ্ট বয়স থাকা সাপেক্ষে এই দক্ষিণ কোরিয়ায় জনবল কর্মী নিয়োগ সাইটে প্রবেশ করে সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে কিভাবে আবেদন করবেন তা নিচে তুলে ধরা হয়েছে।
ইপিএস বিষয় UBT লটারি নিবন্ধন ২০২৪
নিদিষ্ট তারিখে প্রথমে আবেদন করতে হলে আপনাকে বিকাশ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এই ফি প্রদানের পর বিকাশ থেকে একটি ট্রানজেকশন আইডি সহ ম্যাসেজ পাবেন। এই ট্রানজেকশন আইডি নম্বর এবং আপনার পাসপোর্ট নম্বর ইনপুট করে আপনার আবেদন সম্পূর্ণ করুণ।
- প্রথমে আপনি ইপিএস টপিক eps.boesl.gov.bd ঠিকানায় প্রবেশ করুণ।
- এবার এখান থেকে UBT Online Registration অপ্সানে ভিজিট করুণ
- এবার এখানে পাসপোর্ট নাম্বার ও বিকাশ ফি প্রদান ট্রানজেকশন আইডি নাম্বার দিয়ে কোড নাম্বার দিয়ে সাবমিট বাটনে ভিজিট করুণ।
ইপিএস নিবন্ধন বা আবেদন Click Here
- এখানে নতুন একটি পেজ আসবে এবং এখান থেকে নিচের দেওয়া তথ্য সঠিক ভাবে পূরন করুণ এবং সাবমিট বাটনে ভিজিট করুণ।
কোরিয়ান ভাষা পরীক্ষার আবেদনের যোগ্যতা এবং শর্তাবলী:
1. শিক্ষাগত যোগ্যতা SSC/সমমান অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার;
2. পাসপোর্ট ৬ জুন ২০২৫ সাল পর্যন্ত বৈধ;
3. নাম এবং জন্মতারিখ এবং ছবি অবশ্যই পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে মিলবে;
4. বয়সসীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ ১৪ ফেব্রুয়ারি, ১৯৮৪ থেকে ১৩ মার্চ, 2005 এর মধ্যে হওয়া উচিত);
5. পোশাক, আচার-আচরণ এবং কথোপকথনে মার্জিত হতে হবে;
6. 3D (নোংরা, কঠিন এবং বিপজ্জনক) কাজে আগ্রহ থাকতে হবে;
7. বর্ণান্ধতা বা রঙ দৃষ্টি সমস্যা মুক্ত হতে হবে;
8. কোরিয়ান ভাষা পড়া, লেখা এবং বোঝার দক্ষতা থাকতে হবে;
9. মাদকাসক্তি/সিফিলিসে আক্রান্ত ব্যক্তিদের অযোগ্য বলে বিবেচিত হবে;
10. ফৌজদারি অপরাধের জন্য কারাগারে বা অন্য কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করা;
11. যারা অবৈধভাবে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন তারা অযোগ্য বলে বিবেচিত হবে;
12. দেশ ত্যাগ করতে বাধা দেওয়া ব্যক্তিদের অযোগ্য বলে বিবেচিত হবে এবং
13. যারা E-9 বা E-10 ভিসায় 5 বছরের বেশি সময় ধরে কোরিয়াতে অবস্থান করেছেন তারা অযোগ্য বলে বিবেচিত হবে।