নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা রেজাল্ট। কত মার্ক পেয়েছেন জেনে নিন ২০২৪

নার্সিং এর ভর্তি পরীক্ষার ফলাফল এইমাত্র প্রকাশিত হয়েছে । আজ ২৮ মে ২০২৪ তারিখে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় । ডিপ্লোমা ও বি এস সি সরকারি নার্সিং কলেজ গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হয় ২৬ মে ২০২৪ তারিখে । এরপরে আজ ২৮ শে মে সকালে প্রকাশিত হয় ফলাফল । তবে অনেকেই এখনো উদ্বিগ্ন হয়েছেন বা ভর্তি পরীক্ষা কত পার্সেন্ট মার্ক পেয়েছে বা কত নম্বর পেয়েছে তা এখনও খুজে পাননি। আপনাদের এই ফলাফল দেখতে আমাদের এই পোস্ট করা হয়েছে আসুন আমরা এখান থেকে মার্কসহ ফলাফল দেখার নিয়ম জেনে নেই।

  • ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা মার্ক সহ রেজাল্ট ২০২৪ PDF
  • বিএসসি ইন নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা মার্ক সহ রেজাল্ট ২০২৪ PDF

BNMC Teletalk Com BD মার্ক সহ রেজাল্ট

মার্ক সহ ফলাফল দেখতে চাইলে আপনাকে অনলাইনে ফলাফল দেখতে হবে নিচের দেওয়া পব্ধতি অনুসরণ করে। আসুন এখান থেকে রেজাল্ট দেখি আপনি কত মার্ক পেয়ে উত্তিন্ন হয়েছেন।

নার্সিং ও মিডওয়াইফারি ইনস্টিটিউট ভর্তি পরীক্ষা রেজাল্ট

১।  প্রথমেই  bnmc.teletalk.com.bd লিখে আপনার মোবাইলে গুগল অথবা যে কোন সার্চ ইঞ্জিনে ভিজিট করুণ।
২। নিচের দেওয়া একটা পেজ আসবে এর পর এখানে রেজাল্ট লিখা অংশে ক্লিক করুণ

bnmc.gov.bd ওয়েবসাইটে সরাসরি রেজাল্ট দেখুন

৩। রেজাল্ট এ ক্লিক করলে নিচের দেওয়া এই ধরনের পেজ আসবে, এখানে রোল নম্বর এর ঘরে আপনার কাছে থাকা প্রবেশ পত্র রুল নম্বর লিখুন এবং সাবমিট ক্লিক করুণ।

৪। যদি আপনি উত্তিন্ন হয়ে যান তা হলে মার্ক সহ আপনার রেজাল্ট দেখাবে।

৫। সরাসরি অনলাইন থেকে রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুণ।

সরকারি বিএসসি ইন নার্সিং ইনস্টিটিউট এর নাম  আসন সংখ্যা:

১৩টি সরকারি নার্সিং কলেজ এর নাম  আসন সংখ্যা:

S.N.College NameSeat
01.Dhaka Nursing College,  Dhaka100
02.Rajshahi Nursing College, Rajshahi100
03.Chattagram  Nursing College, Chattagram100
04.Mymenshing Nursing College, Mymenshing100
05.Rangpur Nursing College, Rangpur100
06.Sylhet Nursing College, Sylhet100
07.Barishal Nursing College, Barishal100
08.Dinajpur Nursing College, Dinajpur100
09.College Of Nursing, Sher-e-Bangla Nagor100
10.Manikgonj Nursing College, Manikgong100
11.Tajuddin Ahmed Nursing College, Gazipur100
12.Lalmonirhat Nursing College, Lalmonirhat50
13.Bandarban  Nursing College, Bandarban50

 

বিএসএমএমইউ ১টি + সামরিক ৬টি নার্সিং কলেজের আসনসংখ্য:

01.Faculty of Nursing, BSMMU, Dhaka25
02.Armed Forces Medical Institute, Dhaka60
03.Army Nursing College, Rangpur50
04.Army Nursing College, Chattagram50
05.Army Nursing College, Cumilla50
06.Army Nursing College, Jessore50
07.Army Nursing College, Bogura50

 

সরকারি ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউট এর নাম  আসন সংখ্যা:

সরকারি নার্সিং ইনস্টিটিউটের তালিকা (03 বছরের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি)।

মোট 46টি সরকারি নার্সিং ইনস্টিটিউট। মোট আসন সংখ্যা ২৭৩০টি। ৪৬টি সরকারি নার্সিং ইনস্টিটিউটের প্রবেশিকা পরীক্ষা একই দিনে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় ফল প্রকাশ করা হয়।

S.N.College NameSeat
01.Nursing Institute, Mitford, Dhaka80
02.Nursing & Midwifery College, Khulna80
03.Nursing & Midwifery College, Cumilla80
04.Nursing & Midwifery College, Faridpur80
05.Nursing & Midwifery College, Tangail80
06.Nursing & Midwifery College, Bogura80
07.Nursing & Midwifery College, Dinajpur80
08.Nursing Institute, Pabna80
09.Nursing Institute, Rangamati80
10.Nursing & Midwifery College, Noakhali80
11.Nursing Institute, Kushtia80
12.Nursing & Midwifery College, Jessore80
13.Nursing Institute, Patuakhali80
14.Nursing Institute, Munshigonj50
15.Nursing Institute, Netrokona50
16.Nursing Institute, Sherpur50
17.Nursing Institute, Rajbari50
18.Nursing Institute, Serajgonj50
19.Nursing Institute, Chapai Nowabgonj50
20.Nursing Institute, Kurigram50
21.Nursing Institute, Joypurhat50
22.Nursing Institute, Thakurgaon50
23.Nursing Institute, Brahmanbaria70
24.Nursing & Midwifery College, Cox’sbazar50
25.Nursing & Midwifery College, Feni50
26.Nursing Institute, Moulovibazar50
27.Nursing & Midwifery College, Bhola50
28.Nursing Institute, Bagerhat50
29.Nursing Institute, Chuadanga50
30.Nursing Institute, Magura50
31.Nursing & Midwifery College, Satkhira70
32.Nursing & Midwifery College, Gopalgonj50
33.Nursing Institute, Madaripur50
34.Nursing Institute, Perojpur50
35.Nursing Institute, Borguna50
36.Nursing Institute, Naogaon50
37.Nursing & Midwifery College, Nilphamari50
38.Nursing Institute, Panchagorh50
39.Nursing Institute, Kishorgonj50
40.Nursing & Midwifery College, Jamalpur50
41.Nursing Institute, Jhenaidaha50
42.Nursing Institute, Chandpur50
43Nursing & Midwifery College, Habigonj50
44.Syeda Zohra Tajuddin Nursing College, Kapasia, Gazipur50
45.Lalmonirhat Nursing College, Lalmonirhat50
46.Bandarban Nursing College, Bandarban50