[BMET] জনবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন করুন অনলাইনে- জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিতে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ০৯ মে ২০২৩ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে । আপনার নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা এসব পদে আবেদন করতে পারবেন।

বিএমইটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর্উ‌ চ্চমান সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেট্‌ ডাটা এন্ট্রি কন্ট্রোল, অফিস সহায়ক এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যদি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চাকরি করতে আগ্রহী হন তাহলে অনলাইন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আসুন আমরা সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে দেখি এবং আবেদন সম্পন্ন করুন।

BMET নিয়োগ আবেদন সময়সূচি

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি

☞ পদের নাম: বিভিন্ন
☞ পদসংখ্যা: ৩০৪টি
☞ আবেদন শুরু: ১১ মে ২০২৩
☞ আবেদন শেষ: ৩১ মে ২০২৩
☞ আবেদন ফি: ২২৩/=, ১১২/=
☞ আবেদন লিংক:bmet.teletalk.com.bd

BMET নিয়োগ আবেদন অনলাইন

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের নাম, যোগ্যতা, বেতন এবং অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ থাকে।

আপনি যদি BMET-এ নিয়োগের জন্য আবেদন করতে চান তবে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন।

  • প্রথমে, BMET-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান (www.bmet.gov.bd)
  • bmet.teletalk.com.bd ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম সম্পর্কিত সমস্ত তথ্য উল্লেখ করা থাকে।
  • আবেদন ফরমটি ভালো করে করে পূর্ণ করুন এবং সেটি প্রিন্ট করুন।

BMET অনলাইন আবেদন ফরম পূরণ করুণ করতে ভিজিট করুণ

bmet.teletalk.com.bd আবেদন করুণ

ক্রমিকপদের নামপদের সংখ্যা অনলাইন আবেদন
০১কম্পিউটার অপারেটর৮৫ জনOnline Apply
০২সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর,০৫ জনOnline Apply
০৩সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর২৩ জনOnline Apply
০৪র্উ‌চ্চমান সহকারী০৮ জনOnline Apply
০৫অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর৫৮জনOnline Apply
০৬ডাটা এন্ট্রি কন্ট্রোল০১ জনOnline Apply
০৭অফিস সহায়ক১২৮ জনOnline Apply

বিএমইটি নিয়োগ আবেদন করতে ক্লিক করুন

BMET নিয়োগ আবেদন করবেন যেভাবে

অনলাইনে সকল পদের আবেদন সম্পরন করতে হবে। আপনি যদি যে পদের জন্য আবেদন করবেন সে পদে আবেদন করতে কি কি লাগবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদন করতে পারবেন কি না তা বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম কানুন সমন্ধে জেনে নিন।

BMET Online Apply

BMET আবেদন ফি প্রদান করবেন যেভাবে

অনলাইন আবেদন সম্পূর্ণ হবার পর আপনার আবেদন ফি প্রদান করলেই কেবল আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। BMETআবেদন ফি দিতে হবে টেলিটোক মোবাইল সিম এর মাধ্যমে। আসুন অনলাইনে আবেদন ফি প্রদান করার নিয়ম নিয়ম জেনে নেই।

১ম SMS:

BMET< Space> User ID & Sent to 16222

উদাহরনঃ BMET ABCDEF & Sent to 16222

২য় SMS:

BMET< Space> YES < Space> PIN & Sent to 16222

উদাহরনঃ BMET YES 123456 & Sent to 16222