[Apply Online] কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ২০২৩

HSC কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ২০২৩ শুরু হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষাবোড এর অধিভুক্ত সকল কলেজে ভর্তি ক্ষেত্রে আপনি এই পোষ্ট সম্পূর্ণ পডে নিন। এসএসসি পরীক্ষার যে সকল শিক্ষাথী পাশ করেছেন তাহারা এই আবেদন প্রক্রিয়া আবেদন করবেন যা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আপনি যদি একাদশ শ্রেণীতে ভতি হতে আগ্রহী হয়ে থাকেন তা হলে  আবেদন করার জন্য আপনার কলেজের প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আপনার কলেজের ওয়েবসাইট অথবা অফিসিয়াল নোটিসবোর্ডে আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে।

একাদশ শ্রেণীতে অনলাইনে আবেদন ২০২৩

একাদশ শ্রেণি [কলেজ] ভর্তি ২০২৩। XI Class Admission

প্রতিটি আবেদন করার ক্ষেত্রে ৫টি থেকে ১০টি কলেজে আবেদন করতে পারবেন। xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারেন।

HSC কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম

  • একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত
  • একাদশ শ্রেণীতে ১ম পর্যায় ভর্তির ফলাফল ০৫ সেপ্টেম্বের ২০২৩ তারিখে অনলাইনে প্রকাশিত হবে।
  • শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত প্রতিটি কলেজে মেধা তালিকায় অথবা অপেক্ষমাণ তালিকায় ফলাফল পাবে। শিক্ষার্থীরা অনলাইনে তাদের রোল, বোর্ড, পাসের সন ও রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে। এছাড়া আবেদন এর সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরেও সংক্ষিপ্ত ফলাফল পাওয়া যাবে।
  • শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডেও ফলাফল দেখতে পারবে।
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ কোন শিক্ষার্থীকে তার ১৫ ডিজিটের রোল নম্বর আবেদন এর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর হিসেবে ব্যবহার করতে হবে।

আরো দেখুন”  একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৩। ফি প্রদান পব্ধতি xiclassadmission.gov.bd

ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচী ২০২৩

ক্রমিক নং বিষয়  সময়সূচী
০১ ভর্তি অনলাইন আবেদন ১০ আগস্ট-২০ আগস্ট ২০২৩
০২ ভর্তি জন্য মনোনীত ১ম পর্যায় শিক্ষাথীদের তালিকা ০৫ সেপ্টেম্বের ২০২৩
০৩ ক্লাস শুরু ০৮ অক্টোবর ২০২৩

HSC কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির রেজাল্ট ২০২৩

HSC (Higher Secondary Certificate) কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শেষ হলে, ভর্তি পরীক্ষার ফলাফল অনুসারে রেজাল্ট ঘোষণা করা হয়। রেজাল্ট ঘোষণার পরে আপনি আপনার ব্যক্তিগত রেজাল্ট জানতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে পারেন:

  1. কলেজের ওয়েবসাইট: অধিকাংশ কলেজগুলি আপনাদের রেজাল্ট ও ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে। আপনি আপনার কলেজের ওয়েবসাইটে যাওয়া এবং রেজাল্ট সেকশনে গিয়ে আপনার রেজাল্ট প্রাপ্ত করতে পারেন।

  1. এসএমএস বা মেইল: কোয়ালিটি কলেজগুলি রেজাল্ট ঘোষণা এসএমএস বা ই-মেইল এর মাধ্যমে অধ্যায়নান্তর থেকে আবার অধ্যয়নকালীনদের জানিয়ে থাকে। আপনি যদি এই সেবা নিয়ে থাকেন, তাদে নিজের মোবাইল নম্বর বা ই-মেইল ঠিকানা সঠিক রাখতে না ভুলবেন।
  2. নিউজ মিডিয়া: অসংখ্য সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশন ইত্যাদি রেজাল্ট ঘোষণা করে যেতে পারে। তাদের নিউজ বুলেটিন বা ওয়েবসাইট এখানে রেজাল্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করতে পারে।

বরিশাল বোড অনুযায়ী সেরা ১০ কলেজ তালিকা

  • সরকারি বি এম কলেজ, বরিশাল
  • সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল
  • সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর
  • ভোলা সরকারি কলেজ, ভোলা
  • ভোলা সরকারি কলেজ, ভোলা

চট্রগ্রাম বোর্ড সেরা ১০ কলেজ ২০২৩

১/ ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
২/ চট্টগ্রাম কলেজ।
৩/ সরকারি কমার্স কলেজ।
৪/ সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ।
৫/ চট্টগ্রাম ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ।
৬/ ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ।
৭/ ক্যান্ট: ইংলিশ স্কুল এন্ড কলেজ।
৮/ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।
৯/ কক্সবাজার সরকারি কলেজ।
১০/ নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজ।
১১/ চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।
১২/ বিএফ শাহিন কলেজ।

কুমিল্লা বোর্ড সেরা ১০ কলেজ ২০২৩

  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
  • কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ
  • কুমিল্লা সরকারি কলেজ
  • সোনার বাংলা কলেজ
  • ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • কুমিল্লা কমার্স কলেজ
  • ক্যান্টনমেন্ট কলেজ কুমিল্লা
  • ইবনে তাইমিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ

ঢাকা বোর্ড সেরা ১০ কলেজ ২০২৩

১. নটর ডেম কলেজ …

২. আদমজী ক্যান্টনমেন্ট কলেজ …

৩. ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ …

৪. ঢাকা সিটি কলেজ …

৫. রাজউক উত্তরা মডেল কলেজ …

৬. হলি ক্রস কলেজ …

৭. ঢাকা কলেজ …

৮. আইডিয়াল স্কুল এবং কলেজ

দিনাজপুর বোর্ড সেরা ১০ কলেজ ২০২৩

  1. রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,
  2. রংপুর ক্যাডেট কলেজ,
  3. দিনাজপুরের হলিল্যান্ড কলেজ,
  4. রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ,
  5. সৈয়দপুর গভ. টেকনিক্যাল কলেজ,
  6. ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,
  7. দিনাজপুর সরকারি কলেজ,
  8. রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ,
  9. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,
  10. কারমাইকেল কলেজ,

যশোর বোর্ড সেরা ১০ কলেজ ২০২৩

  1. ঝিনাইদহ ক্যাডেট কলেজ
  2. খুলনার ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল
  3. যশোর ক্যান্টনমেন্ট কলেজ
  4. খুলনা সরকারি গার্লস কলেজ
  5. খুলনার সরকারি এম এম সিটি কলেজ
  6. কুষ্টিয়া সরকারি কলেজ
  7. খুলনা পাবলিক কলেজ
  8. চুয়াডাঙ্গা সরকারি কলেজ
  9.  খুলনা বিএল কলেজ
  10. যশোর আকিজ কলেজিয়েট স্কুল

 

রাজশাহী বোর্ড সেরা ১০ কলেজ ২০২৩

  1.  রাজশাহী কলেজ,
  2. পাবনা এডওয়ার্ড কলেজ,
  3. সরকারি আজিজুল হক কলেজ,
  4. সিরাজগঞ্জ সরকারি কলেজ,
  5. নবাবগঞ্জ সরকারি কলেজ,
  6. সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ,
  7. সৈয়দ আহমদ কলেজ,
  8. নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজ,
  9. নবাব সিরাজ উদ্ দৌলা সরকারি কলেজ এবং
  10. নওগাঁ সরকারি কলেজ

সিলেট বোর্ড সেরা ১০ কলেজ ২০২৩

  1. ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ
  2. জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
  3. সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
  4. সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়
  5. হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
  6. মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
  7. সিলেট ক্যাডেট কলেজ
  8. শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ
  9. দি বাডস রেসিডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজ

মাদরাসা বোর্ড সেরা ১০ কলেজ ২০২৩

১. তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা

২। দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা

৩.ঝালকাঠি এন এস কামিল মাদরাসা

৪. চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া 

৫. তানযীমুল উম্মাহ মাদরাসা

৬. ছারছিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসা

৭. বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা

৮. জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা

৯. মিছবাহুল উলূম কামিল মাদরাসা 

১০. খুলনা আলিয়া কামিল মাদ্রাসা