[প্রকাশিত] ৪৮তম বিসিএস-২০২৫ বিজ্ঞপ্তি নতুন নিয়মে আবেদন করুন

বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশন (বিসিএস) এর অধীনে ৪৮ তম বিসিএস নিয়োগের লক্ষ্যে ৪৮ তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩০ শে নভেম্বর ২০২৫ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় । অনেক প্রতিক্ষার পর অবশেষে প্রকাশিত হলো ৪৮ তম বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল আবেদনকারী এখানে আবেদনের জন্য অপেক্ষা করেছেন। আশা করি নিবন্ধনটির মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে পড়ে বিসিএস এর আবেদন সম্পূর্ণ করতে পারবেন। মনে রাখবেন ৪৮ তম নিয়োগ বিজ্ঞপ্তি বিসিএস এর সর্বোচ্চ নিয়োগ। সরকার চাইলে আসন সংখ্যা পরিবর্তন করতে পারবে ।

৪৮ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ

৪৮তম বিসিএস নিয়োগ সার্কুলার ২০২৫

বিসিএস এর নিয়োগ আবেদনের জন্য আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে পরে নিতে পারবেন । এই ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে সহজে নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন । তবে বিসিএস এর আবেদন কিভাবে করবেন এবং অনলাইন ফি কিভাবে জমা দিবেন, কোন পদে কত আসন তা আপনারা এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন।

46 BCS Circular 2023 PDF

সম্পূর্ণ বিজ্ঞপ্তি দেখতে ভিজিট করুণঃ bpsc.teletalk.com.bd

আসুন সবার আগে বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটু পড়াশুনা করে বিস্তারিত জেনে নেই । আমরা জানি, বিসিএস পরীক্ষার সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে গেজুয়েট । যে সকল শিক্ষার্থী আন্ডার গ্র্যাজুয়েট বিএসসি, বিক্‌ বিএ বিষয়ে ডিগ্রী সম্পূর্ণ করছেন কেবলমাত্র তারাই আবেদন করতে পারবেন । তবে আবেদন প্রক্রিয়াটি কিভাবে হবে তার জন্য আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে হবে । আসুন বিস্তারিত নিয়ম কানুন এখানে থেকে দেখি । নিচে আপনাদের একটি সংক্ষিপ্ত সামারি দেওয়া হয়েছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন।

৪৮তম বিসিএস নিয়োগ সার্কুলার ২০২৫ সময়সূচী

46th BCS ক্যাডার এবং নন-ক্যাডার সার্কুলার 2023
৪৮তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি (পিডিএফ)
 ৩০ নভেম্বর ২০২৫
৪৮তম বিসিএস আবেদন শুরু
১০ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা
৪৮তম বিসিএস আবেদন শেষ৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা
 শুন্য পদের সংখ্যা (ক্যাডার এবং নন-ক্যাডার) ৩১৪০ জন (নন-ক্যাডার ৩০০)
বেতন স্কেল ৯ম গ্রেড
শিক্ষাগত যোগ্যতা ৪ বছরের স্নাতক ডিগ্রি সর্বনিম্ন
 Application fee (Taka) আবেদন ফি৭০০টাকা
 আবেদনের মাধ্যমঅনলাইন আবেদন
পরিক্ষার ধরনপ্রিলি(MCQ),লিখিত, ভাইভা
বিজ্ঞপ্তি ডাউনলোড www.bpsc.gov.bd

৪৮ তম বিসিএসে পদ ও আসন সংখ্যা

পিএসসি জানায়, বৃহস্পতিবার ৩ হাজার ১০০ ক্যাডার পদ ও ৩০০ নন-ক্যাডার পদ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই পদটি ক্যাডার এবং নন-ক্যাডারে চূড়ান্ত নয়, এটি সরকার কর্তৃক উত্থাপিত হতে পারে। ৪৮তম বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে ১লা নভেম্বর থেকে।

ক্যাডার সংখ্যা

৪৮তম বিসিএসে ২৩টি ক্যাডারে পদে মোট ৩ হাজার ১৪০ জন কর্মী নিয়োগ করা হবে। সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে।

সাধারণ ক্যাডারেঃ ৪৮৯

ডাক্তার – ১৬৯৮ (সহকারী সার্জন ১৬৮২ এবং ডেন্টাল সার্জন ১৬)
শিক্ষা – ৪২৯ জন
প্রশাসন – 274 জন
পুলিশ – 80 জন
শুল্ক – 54
আনসার- 25
ট্যাক্স – 30
পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্য ও অন্যান্য ক্যাডারে ৮৭০ জন

৪৮ তম বিসিএস আবেদন (BPSC From 1) প্রক্রিয়া

১। প্রার্থীকে Teletalk BD Ltd. এর Web Address: http://bpsc.teletalk.com.bd অথবা বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের Web Address: www.bpsc.gov.bd এর মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC Form-1) পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে।

৪৮তম বিসিএস ২০২৫ অনলাইন আবেদন করুনঃ bpsc.teletalk.com.bd

ক্যাডার পছন্দের ভিত্তিতে Application Form-এর ৩টি ক্যাটাগরি রয়েছে, যেমন:
১। Application Form for General Cadres
২। Application Form for Technical / Professional Cadres
৩। Application Form for General and Technical/Professional (both) Cadres

46th BCS Apply Now ক্লিক করুণ

ছবি আপলোড ও স্বাক্ষর আপলোড

ছবি আপলোড ৪৮ তম বিসিএস এর ফরম পূরণের ক্ষেত্রে এপ্লিকেশনের ছবি (৩০০X ৩০০) Pixel কম বা বেশি নয় এবং ফাইল সাইজ 100KB বেশি গ্রহণযোগ্য নয় এবং তিন মাস মধ্যে তোলা রঙ্গিন ছবি আপলোড করতে হবে।

ছবি রিসাইজ করতে ভিজিট করুনঃ www.resizepixel.com

অনাদিক স্বাক্ষর আপলোড অ্যাপ্লিকেশন এর নির্ধারিত স্থানে (৩০০X ৮০) Pixel কম বা বেশি নয় এবং ফাইল সাইজ ৬০KB এর বেশি গ্রহণযোগ্য নয় প্রার্থীকে এই মাপের স্বাক্ষর আপলোড করতে হবে । যাহা অ্যাপ্লিকেশন কপিতে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে।

৪৮তম বিসিএস আবেদন ফি জমাদান পদ্ধতি

Step1 : BCS <স্পেস> User ID লিখুন এবং পাঠিয়ে দিন16222 নম্বরে
উদাহরণ: BCS HDGFUG

ফিরতি ম্যাসেজ আসবে: আবেদনকারীর নাম, টাকা-৭০০ (শারীরিকভাবে অক্ষম, জাতিগত সংখ্যালঘু গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ১০০ টাকা) আবেদন ফি হিসাবে চার্জ করা হবে। আপনার পিন হল (৮ সংখ্যার নম্বর) 12345678। ফি দিতে, BCS <Space> Yes <Space> PIN টাইপ করুন এবং 16222 নম্বরে পাঠান।

Step1: BCS <স্পেস> Yes <স্পেস> PIN লিখুন এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে

উদাহরণ: BCS Yes 12345678

উত্তর: অভিনন্দন! আবেদনকারীর নাম, 4৬তম বিসিএস পরীক্ষা ২০২৫-এর জন্য অর্থপ্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্যবহারকারীর আইডি হল (xxxxxxxx) এবং পাসওয়ার্ড (xxxxxxxx)।

N.B.: হারিয়ে যাওয়া পাসওয়ার্ডের জন্য, অনুগ্রহ করে টাইপ করুন BCS <Space> HELP <Space> SSC Board <Space> SSC Roll <Space> SSC Year এবং পাঠান 16222 নম্বরে।

46 তম বিসিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড 2023

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী পরীক্ষার ফি প্রদানের পর, প্রার্থী নিদ্ধারিত তারিখের মধ্যে টেলিটক থেকে পাঠানো এসএমএস বার্তায় প্রাপ্ত ব্যবহারকারী আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুত রেজিস্ট্রেশন নম্বর সহ প্রবেশপত্র ডাউনলোড এবং সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র। টেলিটকের মাধ্যমে এসএমএস মেসেজের মাধ্যমে যথাসময়ে ডাউনলোডের কথা জানানো হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড